• খেলা

    রাজনৈতিক কর্মসূচির দিনেও হামজার ম্যাচে ১৭ হাজারের বেশি টিকেট বিক্রি

      প্রতিনিধি 12 November 2025 , 11:47:10 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ঢাকায় পরপর দুটি আন্তর্জাতিক ফুটবল ম্যাচ ঘিরে দর্শকের উন্মাদনা তুঙ্গে। বাংলাদেশের চলতি বছরের শেষ দুই ম্যাচ সরাসরি মাঠে দেখার সুযোগ পেয়ে ফুটবলপ্রেমীরা রীতিমতো উৎসবমুখর।

    আগামী ১৮ নভেম্বর জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ-ভারত ম্যাচ। এই ম্যাচের টিকিট বিক্রি শুরু হওয়ার চার মিনিটের মধ্যেই সব টিকিট ‘সোল্ড আউট’।

    তবে ১৩ নভেম্বর রাজনৈতিক দলগুলোর কর্মসূচি থাকার কারণে ওই দিনের বাংলাদেশ-নেপাল ম্যাচের টিকিট বিক্রি শুরুতে কিছুটা ধীরগতির ছিল। কিন্তু হামজা চৌধুরী ও সমিত সোমরা ঢাকায় আসার পর থেকেই দর্শকদের আগ্রহ বাড়তে শুরু করেছে।

    বিজ্ঞাপন

    বুধবার (১২ নভেম্বর) রাত ১০টা পর্যন্ত বাংলাদেশ-নেপাল ম্যাচের ১৭ হাজারের বেশি টিকিট বিক্রি হয়েছে। অনলাইনে টিকিট বিক্রি এখনো চলমান, ফলে বৃহস্পতিবারের মধ্যেই বাকি টিকিটও বিক্রি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

    বাংলাদেশ-ভারত ম্যাচের টিকিট না পেয়ে অনেক দর্শক এখন বাংলাদেশ-নেপাল ম্যাচের দিকে ঝুঁকছেন, শুধু হামজা-সমিতদের খেলা দেখার জন্যই।

    এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশ-ভারত ম্যাচের গ্যালারি টিকিটের দাম ৫০০ টাকা, আর বাংলাদেশ-নেপাল ম্যাচের টিকিট ৩০০ টাকা। তুলনামূলকভাবে কম দামও দর্শকদের আকর্ষণ করছে। ফলে ১৩ নভেম্বরের ম্যাচেও পূর্ণ গ্যালারিতে জমজমাট পরিবেশে ফুটবল উন্মাদনায় মেতে উঠতে পারেন হামজা-জামাল-সমিতরা।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    12:38 AM খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল 10:45 PM সশস্ত্র বাহিনীর বঞ্চিত সদস্যদের ন্যায়বিচার নিশ্চিত করবে সরকার: প্রধান উপদেষ্টা 10:43 PM বাড়লো জ্বালানি তেলের দাম 10:41 PM বিপিএল নিলাম: প্রথম পর্ব শেষে কার পকেটে কত টাকা? 10:39 PM বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: কমিশন 10:36 PM ‘বেগম খালেদা জিয়া বলেছিলেন- প্রধানমন্ত্রী হতে চাই না, চাই দেশের গণতন্ত্র ফিরে আসুক’ 6:42 PM অবিক্রিত মুশফিক-মাহমুদউল্লাহ 6:17 PM যে কারণে জাকের-মাহিদুলকে দলে নিতে বাধ্য হলো নোয়াখালী 6:00 PM গণভোটের তারিখ পরিবর্তন করতে হবে: গোলাম পরওয়ার 5:59 PM ৭৫ লাখ টাকায় লিটনকে স্কোয়াডে টানে রংপুর রাইডার্স