• খেলা

    দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় পাকিস্তানের

      প্রতিনিধি 8 November 2025 , 11:09:56 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জিতল পাকিস্তান। সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ম্যাচে ৭ উইকেটের জয়ে প্রথমবারের মতো ঘরের মাঠে প্রোটিয়াদের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল পাকিস্তান। সিরিজ জয়ে শুরুটা ভালো হলো নতুন ওয়ানডে অধিনায়ক শাহীন শাহ আফ্রিদিরও।

    শনিবার (৮ নভেম্বর) ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে আবরার আহমেদের ঘূর্ণিতে ৩৭.৫ ওভারে মাত্র ১৪৩ রানে গুঁড়িয়ে যায় দক্ষিণ আফ্রিকা। সহজ লক্ষ্য তাড়ায় সাইম আইয়ুবের দুর্দান্ত ব্যাটিংয়ে ১৪৯ বল হাতে রেখেই ৭ উইকেটের জয় তুলে নেয় পাকিস্তান।

    ১৪৪ রানের সহজ লক্ষ্য তাড়ায় শুরুটা অবশ্য ভালো হয়নি পাকিস্তানের। ইনিংসের দ্বিতীয় বলেই নান্দ্রে বার্গারের দারুণ এক ডেলিভারিতে বোল্ড হয়ে খালি হাতেই সাজঘরে ফেরেন ওপেনার ফখর জামান। এরপর দ্বিতীয় উইকেটে ৬৫ রানের জুটি গড়ে তোলেন সাইম আইয়ুব ও বাবর আজম।

    বিজ্ঞাপন

    রান আউট হয়ে বাবর ৩২ বলে ২৭ রান করে ফিরলেও আক্রমণাত্বক ব্যাটিংয়ে ৩৯ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন সাইম। মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে গড়েন ৬৫ রানের জুটি। ১১ চার ও এক ছক্কায় ৭০ বলে ৭৭ রানের ইনিংস খেলে বিজর্ন ফরটুইনের বলে আউট হয়েছেন সাইম।

    পরবর্তীতে সালমানকে সঙ্গে নিয়ে পাকিস্তানের জয় নিশ্চিত করেছেন রিজওয়ান। এই উইকেটকিপার ব্যাটার অপরাজিত ছিলেন ৪৫ বলে ৩২ রান করে। আরেক ব্যাটার সালমান ২ বলে ৫ রান করেছিলেন। সাউথ আফ্রিকার হয়ে একটি করে উইকেট নিয়েছেন ফরটুইন ও বার্গার।

    এর আগে ব্যাটিং করতে নেমে দুর্দান্ত শুরু পেয়েছিল দক্ষিণ আফ্রিকা। উদ্বোধনী জুটিতে ৭২ রান যোগ করেন লুয়ান-ড্রে প্রিটোরিয়াস ও কুইন্টন ডি কক। ৪৫ বলে ৩৯ রান করা প্রিটোরিয়াসকে ফিরিয়ে স্বাগতিকদের প্রথম ব্রেক থ্রু এনে দেন সালমান আলি আগা। এরপর তিনে নামা টনি ডি জর্জি ফেরেন ২ রান করে।

    এরপর ৬৮ বলে হাফ সেঞ্চুরি তুলে নেয়া ডি কক ৫৩ রানে ফেরার পর ধস নামে সাউথ আফ্রিকার ব্যাটিং ইউনিটে। শেষ পর্যন্ত ১৪৩ রানে অল আউট হয়েছে সফরকারীরা। পাকিস্তানের হয়ে চারটি উইকেট নিয়েছেন আবরার। দুইটি করে উইকেট পেয়েছেন সালমান ও শাহীন আফ্রিদি।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:39 PM গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে বিএনপি: নজরুল ইসলাম খান 7:01 PM মানবতাবিরোধী অপরাধ: শেখ হাসিনার মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ 6:41 PM জাতীয় সংসদ নির্বাচন: চতুর্থ দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৩ জন 6:40 PM আফগানিস্তানের দায়িত্ব নিতে বিপিএল ছাড়লেন ঢাকার কোচ 6:21 PM ইরানে সরকারবিরোধী বিক্ষোভে নিহত অন্তত ২ হাজার 6:01 PM আইসিসির সাথে ভিডিও কনফারেন্স বিসিবির, যে সিদ্ধান্ত জানালো বোর্ড 5:58 PM জেনে নিন-মটরশুঁটি খাওয়ার উপকারিতা 5:47 PM ‘স্বপ্নের’ প্রাসাদ বিক্রি করছেন রোনালদো 5:31 PM বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে চাকরি 5:22 PM ২৪ ব্যবসায়ীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ