• সর্বশেষ সংবাদ স্ক্রল

    বাংলাদেশে ফ্যাসিবাদের উত্থান আর সম্ভব নয়: নওশাদ জমির

      প্রতিনিধি 8 November 2025 , 8:49:07 প্রিন্ট সংস্করণ

    ব্যারিস্টার নওশাদ জমির। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    পঞ্চগড়ে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির বলেছেন, ‘কেউ কেউ বলছেন আগামী ১০-১৩ নভেম্বর নাকি বাংলাদেশ অচল করে দেবে। এ ব্যাপারে আমি বিশ্বাস করিনা এমন কিছু আর বাংলাদেশে করা সম্ভব, যাতে আবার ফ্যাসিবাদের পুনরুত্থান হবে।’

    শনিবার (৮ নভেম্বর) বিকেলে পঞ্চগড় চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি মিলনায়তনে পঞ্চগড়-১ আসনের অর্ন্তভূক্ত ২৩টি ইউনিয়নের বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে আসনভিত্তিক তৃণমূল প্রতিনিধি সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

    বিজ্ঞাপন

    এসময় তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ স্বৈরাচার ব্যবস্থাকে চিরদিনের জন্য বিদায় করার জন্য এত রক্ত দিয়েছে এবং এত বছর ধরে সংগ্রাম করেছে। কাজেই আমি বিশ্বাস করি আমরা গণতন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছি এবং আমরা গণতন্ত্রকামী দেশ হিসেবে নিজেদেরকে সারাবিশ্বের সঙ্গে পরিচিত হব।

    তিনি আরো বলেন, ‘বাংলাদেশের মানুষ ১৭ বছর ধরে ভোট দিতে পারেনি, এবার পারবে ইনশাল্লাহ। এবার আমাদের প্রচারণাতে ব্যাপক সাড়া পাচ্ছি। আগামীতে বিএনপি সরকার গঠন করবে বলে আমি বিশ্বাস করি। পঞ্চগড়ের চা শ্রমিকদের জন্য কাজ করছি।

    সভায় অন্যদের মধ্যে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মির্জা নাজমুল ইসলাম কাজল, আব্দুল মজিদ, সাবেক মহিলা সংসদ সদস্য অ্যাডভোকেট রিনা পারভীনসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তৃতা করেন। এ ছাড়াও পঞ্চগড়-১ আসনের ২৩টি ইউনিয়নের বিএনপি-মহিলা দলের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকরা উপস্থিত ছিলেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    11:52 PM নির্বাচনের আগে একের পর এক হত্যাকাণ্ড, বাড়ছে আতঙ্ক ও উদ্বেগ 10:06 PM নির্বাচনের পর কী করবেন প্রধান উপদেষ্টা, জানাল প্রেস উইং 9:52 PM বাবার হোটেলের কর্মচারী মিলনের হাতেই খুন হন শিক্ষার্থী নিলি 8:10 PM শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ: ঢাকা বিভাগীয় কমিশনার 7:52 PM মিয়ানমার থেকে আসা গুলিতে আহত শিশু’র অবস্থা আশঙ্কাজনক 7:15 PM ‘ইরানের বিভিন্ন অঞ্চলে নিরাপত্তা বাহিনীর ১০৯ সদস্য নিহত’ 7:00 PM দ্বিতীয় দিনে ৫৭ জনের আপিল মঞ্জুর করেছে ইসি 6:49 PM ‘সব ইইউ পর্যবেক্ষক নিরপেক্ষ মতামতের জন্য দায়বদ্ধ’ 6:29 PM প্রাথমিকের নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে রাজধানীতে বিক্ষোভ 6:22 PM বড় পরিবর্তন আসছে আমদানি নীতি আদেশে, খসড়া প্রস্তুত