• জাতীয়

    ‘জাতিসংঘে পাঠানো আওয়ামী লীগের চিঠিতে কোনো কাজ হবে না’

      প্রতিনিধি 6 November 2025 , 7:42:17 প্রিন্ট সংস্করণ

    পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট: জাতিসংঘে পাঠানো আওয়ামী লীগের চিঠিতে কোনো কাজ হবে না- বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বৃহস্পতিবার (৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

    জানা গেছে, ঢাকায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রতিনিধি স্টেফান লিলার বরাবর শনিবার পাঠানো এক চিঠিতে বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নয়-এমন নির্বাচনে সহযোগিতা থেকে সরে আসার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ। সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল দলের পক্ষে এ চিঠি পাঠান। এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, জাতিসংঘে আওয়ামী লীগের পাঠানো চিঠিতে কোনো কাজ হবে না।

    বিজ্ঞাপন

    চিঠিতে বলা হয়েছে-অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পরিবেশ নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত আমরা জাতিসংঘ এবং ইউএনডিপি’র প্রতি নির্বাচনি সহযোগিতা স্থগিত, সব রাজনৈতিক পক্ষের সঙ্গে জাতীয় সংলাপ ও সমঝোতাকে উৎসাহিত করার এবং যেকোনো নির্বাচনি সম্পৃক্ততার মূলভিত্তি হিসেবে মানবাধিকার ও আইনের শাসন সমুন্নত রাখার আহ্বান জানাচ্ছি।

    এ ছাড়াও বাংলাদেশে ইউএনডিপি’র নির্বাচনি সহযোগিতা, ব্যালট প্রজেক্ট এবং আসন্ন নির্বাচনের বিষয়ে সংস্থার প্রাতিষ্ঠানিক সহায়তার বিষয়ে আমরা গুরুতর উদ্বেগ প্রকাশ করছি, যে নির্বাচন অন্তর্ভুক্তিমূলকও নয় এবং বিশ্বাসযোগ্যও নয়। এই ধরণের সম্পৃক্ততা আন্তর্জাতিক আইন, জাতিসংঘের মূলনীতি এবং অবাধ, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন প্রসারের ক্ষেত্রে ইউএনডিপি’র ম্যান্ডেট লঙ্ঘনের ঝুঁকি তৈরি করে-বলে চিঠিতে বলা হয়েছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    9:07 PM ডাকসু থেকে শেখ হাসিনার আজীবন সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত 8:47 PM নির্বাচনের দিনই গণভোট হতে হবে: মির্জা ফখরুল 8:28 PM লিভার ভালো রাখতে-উপকারি যেসব ফল 8:01 PM লালমনিরহাটের কালীগঞ্জে তুলার গোডাউনে অগ্নিকাণ্ড 7:42 PM ‘জাতিসংঘে পাঠানো আওয়ামী লীগের চিঠিতে কোনো কাজ হবে না’ 7:27 PM এসএমসি’তে নিয়োগ, আবেদন করা যাবে অনলাইনে 7:14 PM ১০ হাজার টাকায়-এনসিপির মনোনয়ন ফরম বিক্রি শুরু 6:35 PM এক্সিম ব্যাংকের সাবেক এমডি ফিরোজ গ্রেফতার 6:02 PM ডেঙ্গুতে মৃত্যু ৫, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩৪ 5:42 PM ঢাকা আসছেন না ডা. জাকির নায়েক