প্রতিনিধি 31 October 2025 , 8:23:11 প্রিন্ট সংস্করণ

বাংলাদেশ দলকে প্রায় একাই দেড়শ রানে নিয়ে গেলেন তানজিদ হাসান তামিম। ৮৯ রানের ইনিংস খেললেন বাঁহাতি এই ওপেনার। এতে একটি রেকর্ডও গড়েন তিনি। দলের পক্ষে ৫৮ দশমিক ৯৪ শতাংশ রান আসে তার ব্যাট থেকে। ২০১৬ সালে নেদারল্যান্ডসের বিপক্ষে ৫৭ দশমিক ২২ শতাংশ রান করেন তামিম ইকবাল (১০৩)।
দুর্দান্ত ব্যাটিংয়ে সেঞ্চুরির পথেই ছিলেন তামিম। কিন্তু কাছাকাছি গিয়েই মাইলফলক ছুঁতে পারেননি। সেঞ্চুরি মিসের হতাশা নিয়ে সাজঘরে ফিরলেও নিজের ক্যারিয়ার সেরা ইনিংস খেলেছেন এই ওপেনার। তামিমের এমন ইনিংসের পরও কোনোরকমে দেড়শ রান করেছে বাংলাদেশ। চট্টগ্রামে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৫১ রান করেছে বাংলাদেশ।

তিনি ছাড়া দুই অঙ্ক ছুঁতে পারলেন কেবল সাইফ হাসান। আউট হওয়া অপর ৮ ব্যাটসম্যানের কেউ ৯ রানের বেশি করতে পারেননি। শূন্য রানে অপরাজিত শেখ মেহেদি হাসান কোনো বল খেলেননি। এ দিকে ১৪ দশমিক ২ ওভারে বাংলাদেশের রান ছিল ২ উইকেটে ১০৭। সেখান থেকে ৪৪ রান যোগ করতে শেষ ৮ উইকেট হারায় তারা।
অপরদিকে, ৩৬ রানে ৩ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের সফলতম বোলার রোমারিও শেফার্ড। হ্যাটট্রিক করেন তিনি। জেসন হোল্ডার ও খ্যারি পিয়ের নেন দুটি করে উইকেট।
সংক্ষিপ্ত স্কোর বাংলাদেশ: ২০ ওভারে ১৫১ (তানজিদ ৮৯, পারভেজ ৯, লিটন ৬, সাইফ ২৩, রিশাদ ৩, সোহান ১, নাসুম ১, জাকের ৫, মেহেদি ০*, শরিফুল ০, তাসকিন ৯; হোল্ডার ৪-০-৩২-২, আকিল ৪-০-২৬-১, শেফার্ড ৪-০-৩৬-৩, চেইস ৪-০-২৩-১, পিয়ের ৩-০-২৩-২, মোটি ১-০-১১-০)