প্রতিনিধি 30 October 2025 , 10:36:36 প্রিন্ট সংস্করণ

আজ ফুটবল দুনিয়ার এক কিংবদন্তি নাম দিয়েগো আরমান্দো ম্যারাডোনার জন্মদিন। ১৯৬০ সালের ৩০ অক্টোবর আর্জেন্টিনার বুয়েনস আয়ার্সে জন্ম নেন এই মহান ফুটবলার। ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি তার অদম্য ভালোবাসা ও প্রতিভা তাকে করে তোলে এক অনন্য খেলোয়াড়ে।
মাত্র ১৬ বছর বয়সে আর্জেন্টিনোস জুনিয়র্স ক্লাবের হয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করেন ম্যারাডোনা। এরপর বার্সেলোনা, নাপোলি, সেভিয়া- প্রতিটি ক্লাবেই ছড়িয়েছেন জাদু। বিশেষ করে নাপোলির জার্সিতে দুইটি সিরি–আ শিরোপা জিতিয়ে তিনি ইতালির ফুটবল ইতিহাসে জায়গা করে নিয়েছিলেন স্থায়ীভাবে।


১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপে ম্যারাডোনার নেতৃত্বে আর্জেন্টিনা হয় বিশ্বচ্যাম্পিয়ন। ইংল্যান্ডের বিপক্ষে তার “হ্যান্ড অব গড” ও “গোল অব দ্য সেঞ্চুরি” ফুটবল ইতিহাসে এখনো কিংবদন্তি হিসেবে স্মরণীয়।
ম্যারাডোনার ক্যারিয়ারে যেমন ছিল সাফল্যের আলো, তেমনি ছিল নানা বিতর্কের ছায়া। তবে সবকিছুর ঊর্ধ্বে তিনি ছিলেন ফুটবলের এক অনন্য প্রতীক। ২০২০ সালের ২৫ নভেম্বর তিনি পৃথিবী ছেড়ে গেলেও, তার ফুটবল প্রতিভা ও অনুপ্রেরণা আজও কোটি ভক্তের হৃদয়ে বেঁচে আছে।
জন্মদিনে সারা বিশ্বের ফুটবলপ্রেমীরা আজ শ্রদ্ধায় স্মরণ করছে ফুটবলের এই জাদুকরকে।