রাজনীতি

ঐকমত্য কমিশন ও সরকারের কর্মকাণ্ডে বিএনপি হতাশ

  প্রতিনিধি 29 October 2025 , 2:39:22 প্রিন্ট সংস্করণ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত
বিজ্ঞাপন
Main Banner Ads For Captains TV

জাতীয় ঐকমত্য কমিশন ও অন্তর্বর্তী সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ডে বিএনপি হতাশ-এমন মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

বুধবার (২৯ অক্টোবর) রাজধানীর হোটেল লেকশোরে আয়োজিত এক সেমিনারে এ মন্তব্য করেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, গত ১৭ অক্টোবর যে দলিল স্বাক্ষরিত হয়েছে, তা জুলাই সনদ বাস্তবায়নের উপায় সংক্রান্ত সুপারিশের সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ নয়। বলা হয়েছে, ৪৮টি দফা নিয়ে গণভোট হবে; কিন্তু এ বিষয়ে বিএনপির সঙ্গে কোনো আলোচনা করা হয়নি। এতদিন ধরে এত বৈঠক ও আলোচনা কেন করা হলো, তা এখন প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

তিনি বলেন, যেসব বিষয়ে ঐকমত্য হবে, সেগুলো বাস্তবায়নের কোনো নিশ্চয়তা নেই। জুলাই সনদের যেই দলিল স্বাক্ষরিত হয়েছে, তা এখন কার্যত অনুপস্থিত। পরিবর্তে কমিশন ও কয়েকটি রাজনৈতিক দলের প্রস্তাবই সামনে এসেছে। কমিশনের উদ্দেশ্য ছিল জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা করা, কিন্তু তারা যে প্রস্তাব দিয়েছে, তা বরং জাতিকে বিভক্ত ও অনৈক্যের দিকে ঠেলে দেবে। তাদের উদ্দেশ্য কী এবং তারা কী অর্জন করতে চায়, তা স্পষ্ট নয়।

আরপিও ও জোটের প্রতীক ইস্যুতে তিনি বলেন, জোটবদ্ধ রাজনৈতিক দলগুলো চাইলে নিজেদের প্রতীক বা জোটের প্রতীকে নির্বাচনে অংশ নিতে পারে-এটাই যৌক্তিক। কিন্তু এখন বলা হচ্ছে, জোটবদ্ধ হলেও প্রতিটি দলকে নিজ নিজ প্রতীকে নির্বাচন করতে হবে। আশ্চর্যের বিষয়, আরেকটি রাজনৈতিক দল এ প্রস্তাবকে সমর্থন করেছে, যা বিএনপির প্রত্যাশার সঙ্গে যায় না।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, বর্তমান সরকার তত্ত্বাবধায়ক সরকারের মতো নিরপেক্ষ ভূমিকা রাখবে-এটাই বিএনপির আশা। তবে ঐকমত্য কমিশন ও সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ডে বিএনপি গভীর হতাশা প্রকাশ করছে।

আরও খবর

Sponsered content

বিজ্ঞাপন
সর্বশেষ সংবাদ
5:13 PM ডিসেম্বরের প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা 5:02 PM বাংলাদেশের মঞ্চ মাতাবেন ওপার বাংলার অরিজিৎ সিং 4:39 PM মাদ্রাসা শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জ-জলকামান, আহত ২০ 4:27 PM বোর্ডিং ব্রিজে লন্ডনগামী বিমানের ধাক্কা, ফ্লাইট বিলম্বিত 4:14 PM জুলাই সনদের নামে রাজনীতিতে বিভাজন তৈরি করা হচ্ছে 3:11 PM নবম পে-স্কেলে ঈদ বোনাস দ্বিগুণ করার প্রস্তাব 2:48 PM নির্বাচন প্রস্তুতি বিষয়ক উচ্চপর্যায়ের বৈঠক  2:39 PM ঐকমত্য কমিশন ও সরকারের কর্মকাণ্ডে বিএনপি হতাশ 2:32 PM দারুস সালাম থানার বিশেষ অভিযানে ১৮ জন গ্রেফতার 2:04 PM নির্বাচনের প্রতিশ্রুতি ভঙ্গ হলে দায় প্রধান উপদেষ্টার