প্রতিনিধি 27 October 2025 , 11:16:58 প্রিন্ট সংস্করণ

মানিকগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমন্বয় সভায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা ওমর ফারুকের মধ্যে বাগবিতণ্ডা হয়েছে। এতে সেখানে হট্টগোল তৈরি হয়।
সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় মানিকগঞ্জ শহরের সিটি ড্রিম হোটেল মিলনায়তনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সমন্বয় সভার মঞ্চে নিষিদ্ধ ছাত্রলীগ ও জামায়াতের নেতা রয়েছে, এমন অভিযোগ তুলে আপত্তি জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মানিকগঞ্জ জেলার সাবেক আহ্বায়ক ওমর ফারুক। এ সময় তিনি ছাত্রলীগের ওই নেতাকে ‘দালাল’ সম্বোধন করে তিনি মঞ্চে কেন তা জানতে চান। তখন সারজিস আলম চেয়ার থেকে উঠে এসে ওমর ফারুককে বলেন, ‘আপনার কথা পরে শুনব। আপনি সভার পরে কথা বলেন।’
ওমর ফারুক বলেন, ‘আমরা এখানকার স্টেকহোল্ডার। এখানে এনসিপির প্রগ্রাম, ছাত্রলীগের দালাল কেন এ সভায়? জামায়াত কেন?’ তার প্রশ্নের জবাবে সারজিস বলেন, ‘জামায়াতের কেউ কি এনসিপি করতে পারবে না?
পরে সারজিস আলম বৈষম্যবিরোধী নেতা ওমর ফারুককে হলরুমের এক কোনায় নিয়ে যান। সেখানে তাদের মধ্যে কথাবার্তা হয়।