প্রতিনিধি 20 October 2025 , 8:42:18 প্রিন্ট সংস্করণ

কিশোরগঞ্জ রেলওয়ে পুলিশ ঢাকা থেকে কিশোরগঞ্জগামী এগারোসিন্ধু প্রভাতী ট্রেন থেকে মোহাম্মদ আলমগীর খা (৩৪) নামে এক ভুয়া সেনা সদস্যকে গ্রেফতার করেছে।
আজ (২০ অক্টোবর) সকালে রেলওয়ে পুলিশ ঢাকা জেলার পুলিশ সুপার মো: আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সরারচর রেলওয়ে স্টেশন থেকে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে যাওয়ার পথে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি নিজেকে সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে ট্রেনের অন্যান্য যাত্রীদের এক বগি থেকে অন্য বগিতে যেতে বাধা প্রদান করেন। এতে সাধারণ যাত্রীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হলে তারা দরজায় ধাক্কাধাক্কি শুরু করেন। এই ধস্তাধস্তির সময় গ্রেফতারকৃত ব্যক্তি যাত্রীদের সেনাবাহিনীর মাধ্যমে শাস্তি দেওয়ার হুমকি প্রদান করেন।
পরবর্তীতে ট্রেনে দায়িত্বরত রেলওয়ে পুলিশ তাকে গ্রেফতার করেন। তার সঙ্গে থাকা সেনাবাহিনীর লোগোযুক্ত ব্যাগ, ক্যাপ ও গেঞ্জি জব্দ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি ভুয়া পরিচয় প্রদান করার বিষয়টি স্বীকার করেন।
উল্লেখযোগ্য, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে পূর্বে একটি ধর্ষণ মামলা রয়েছে। এই ঘটনায় কিশোরগঞ্জ রেলওয়ে থানায় দণ্ডবিধি অনুযায়ী একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।