প্রতিনিধি 14 October 2025 , 3:02:49 প্রিন্ট সংস্করণ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান এম এ মোমেন বলেছেন, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যসহ বিদেশে পলাতক অন্যান্য দুর্নীতিবাজদের দেশে ফিরিয়ে আনার জন্য আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে রিপোর্টার্স এগেইনস্ট করাপশন (র্যাক) আয়োজিত এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই গুরুত্বপূর্ণ তথ্য জানান।

দুদক চেয়ারম্যান বলেন, “আওয়ামী লীগের শাসনামলে বহু প্রভাবশালী ব্যক্তি দুর্নীতির মাধ্যমে দেশকে সর্বস্বান্ত করার চেষ্টা করেছিল। দুদক কোনো ভয়ভীতি ছাড়াই সেইসব দুর্নীতির তদন্ত চালিয়ে যাচ্ছে। পলাতক অভিযুক্তদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়ার অংশ হিসেবেই রেড নোটিশ জারির এই পদক্ষেপ নেওয়া হয়েছে।”
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, “দুর্নীতি প্রতিরোধ করতে হলে দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের নির্বাচনে মনোনয়ন দেওয়া থেকে বিরত থাকতে হবে।”
উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা ভারতে আশ্রয় গ্রহণ করেন। তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলা বিচারাধীন থাকার পাশাপাশি দুদকেও একাধিক দুর্নীতির অভিযোগের অনুসন্ধান চলছে।