বিনোদন

বিয়ে করেছেন নারী উদ্যোক্তা ও ইনফ্লুয়েন্সার রোবাইয়াত ফাতিমা তনি

  প্রতিনিধি 13 October 2025 , 7:46:51 প্রিন্ট সংস্করণ

মূলত সিদ্দিক তনিকে স্ত্রী হিসেবে সম্বোধন করার পরই বিষয়টি নিশ্চিত হওয়া যায়
মূলত সিদ্দিক তনিকে স্ত্রী হিসেবে সম্বোধন করার পরই বিষয়টি নিশ্চিত হওয়া যায়
বিজ্ঞাপন
Main Banner Ads For Captains TV

ফের বিয়ে করেছেন দেশের বহুল আলোচিত-সমালোচিত নারী উদ্যোক্তা ও ইনফ্লুয়েন্সার রোবাইয়াত ফাতিমা তনি। স্বামীর নাম মো. সিদ্দিক। স্বামীর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে একগুচ্ছ ছবি প্রকাশ করেছেন তনি। এদিকে সিদ্দিকও নিজের ফেসবুকে দুজনের ছবি প্রকাশ করে স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

মূলত সিদ্দিক তনিকে স্ত্রী হিসেবে সম্বোধন করার পরই বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

এদিকে তনি বিয়ে করায় তাঁর পুরনো কিছু ভিডিও ভাইরাল হয়েছে। যেসব ভিডিওতে তিনি বলেছিলেন তিনি আর বিয়ে করবেন না। সাদাত রহমানের স্ত্রী পরিচয়েই জীবনের শেষ দিন পর্যন্ত থাকতে চান।

বিজ্ঞাপন

গত বছরের অক্টোবরের বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন নাগরিক টিভির একটি পুরনো ভিডিওতে দেখা যায় তনি বলছেন, ‘আমি চাই না ও আগে মারা যাক, আমি চাই আমি আগে মারা যাই। তারপরেও আপনি যখন বলেছেন—ও যদি কোনোদিন না থাকে তাহলে আমাদের স্বপ্ন, আমাদের সন্তানকে বড় করা মানুষ করা, আমি একটা বৃদ্ধাশ্রম করতে চাই।’

ওই ভিডিওতে তনি বলেন, ‘আমি আসলে কাজের মধ্যে থাকতে চাই, এমন না যে আমি আরেকটা বিয়ে করব। আমি আমার জীবনটা কারো হাতে তুলে দিতে চাই না।

আমি থাকব এবং আমি জীবনের শেষ দিন পর্যন্ত সাদাত রহমানের ওয়াইফ হিসেবেই থাকতে চাই।’
এ বছরের ফেব্রুয়ারিতে চ্যানেল আইয়ে দেওয়া এক সাক্ষাৎকারে ‘আর বিয়ে করবেন কি না’ উপস্থাপকের এমন প্রশ্নের জবাবে তনি বলেন, ‘আল্লাহই সবচেয়ে উত্তম পরিকল্পনাকারী। আল্লাহই ভালো জানেন সব কিছু, তবে আমার মনে হয় না আমি এমন কিছু করব। আসলে উনার কোনো রিপ্লেসমেন্ট হয় না। আমি এত ভালোবাসা পেয়েছি, আমি ভালোবাসাটা বাঁচিয়ে রাখতে চাই।

তনির বিয়ে নিয়ে সামাজিক মাধ্যমে নানা আলোচনা-সমালোচনা চলছে। তবে এসব নিয়ে তিনি মোটেও মাথা ঘামাচ্ছেন না।

সুত্র-কালের কন্ঠ

আরও খবর

Sponsered content

বিজ্ঞাপন
সর্বশেষ সংবাদ
9:03 AM ভেনেজুয়েলার আরও কাছে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ, বাড়ছে উত্তেজনা 8:52 AM গাজায় মৃত্যুফাঁদ, ধ্বংসস্তূপে লুকিয়ে হাজার হাজার টন অবিস্ফোরিত বোমা 8:46 AM বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ‘মন্থা’, বাতাসের গতিবেগ ৬০ কিমি 8:42 AM জামায়াতসহ ৮ দলের বিক্ষোভ কর্মসূচি আজ 8:37 AM মধ্যরাতে ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ 12:13 AM হাড্ডাহাড্ডি লড়াইয়ে বার্সাকে হারাল রিয়াল 12:07 AM আফগান সীমান্তে তুমুল সংঘর্ষ, পাকিস্তানি পাঁচ সেনাসহ নিহত ৩০ 9:56 PM মৃত্যুর আগে জীবন থেকে পালাতে চাওয়া কালামের ফেসবুক পোস্ট 8:43 PM নভেম্বরে শেষ হচ্ছে উপদেষ্টা পরিষদের সভা: মাহফুজ আলম 8:23 PM নারী বিশ্বকাপ: বৃষ্টির কারণে বন্ধ বাংলাদেশ-ভারত ম্যাচ