প্রতিনিধি 13 October 2025 , 7:31:06 প্রিন্ট সংস্করণ

আসরের শুরু থেকেই ব্যাটিং ব্যর্থতা নিয়ে বিপাকে বাংলাদেশ। কিছুতেই যেন রানের দেখা পাচ্ছিলেন না শারমিন আক্তার ও নিগার সুলতানারা। অবশেষে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাটিং ব্যর্থতার বৃত্ত ভাঙল টাইগ্রেসরা। তৃতীয় উইকেটে নেমে প্রথম ৫০ রান করেন শারমিন আকতার। ৭৭ বল খেলে রান আউট হওয়ার আগে তিনি এ রান সংগ্রহ করেন।
এরপর টপ অর্ডার ব্যাটারদের গড়ে দেয়া শক্ত ভিতে দাঁড়িয়ে রীতিমতো ঝড় তুললেন স্বর্ণা আক্তার। তার ঝোড়ো ফিফটিতে (৫১) দুইশ রান ছাড়ানো সংগ্রহ পেয়েছে বাংলাদেশ।সোমবার (১৩ অক্টোবর) বিকেলে, বিশাখাপত্তমে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৩২ রান করেছে বাংলাদেশ।

যা নারী বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহের রেকর্ড। দলের হয়ে অপরাজিত ফিফটি করেছেন স্বর্ণা। এ ছাড়াও নিগার সুলতানার ৩২, ফারজানা হকের ৩০ ও রাবেয়া হায়দারের ২৫ রান। বাংলাদেশের জন্য একটি চ্যালেঞ্জিং স্কোর গড়তে সাহায্য করে।
বাংলাদেশ একাদশ: রুবাইয়া হায়দার, ফারজানা হক, শারমিন আক্তার, নিগার সুলতানা (অধিনায়ক), সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, নাহিদা আক্তার, রাবেয়া খান, রিতু মনি, মারুফা আক্তার।
দক্ষিণ আফ্রিকা একাদশ: লরা উলভার্ট (অধিনায়ক), তানমিন ব্রিটস, আনেকে বসচ, আনেরি ডের্কসেন, মারিজান কেপ, সিনালো জাফটা, ক্লো ট্রাইয়ন, নাদিনে ডি ক্লার্ক, মাসাবাটা ক্লাস, ননকুলুলেকু এমলাবা, টুমি সেখুখুনে।