সর্বশেষ

পটুয়াখালীতে বাস ও র‌্যাবের কোস্টারের সংঘর্ষ, নিহত দুই

  প্রতিনিধি 11 October 2025 , 2:33:10 প্রিন্ট সংস্করণ

পটুয়াখালীতে বাস ও র‌্যাবের কোস্টারের সংঘর্ষ
পটুয়াখালীতে বাস ও র‌্যাবের কোস্টারের সংঘর্ষ
বিজ্ঞাপন
Main Banner Ads For Captains TV

পটুয়াখালীতে যাত্রীবাহী বাস ও র‌্যাবের কোস্টারের (বাস) সঙ্গে সংঘর্ষে দুই বছরের শিশুসহ দুই জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে ২৯ জন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আহত সবাইকে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১১ অক্টোবর) সকাল সাড়ে আটটার দিকে জেলার সদর উপজেলার আউলীয়াপুর ইউনিয়নের ফতুল্লা বাজার এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কোস্টার বাসের চালক এএসআই আব্দুল আলিম ও ওই গাড়ির যাত্রী র‌্যাবের এসআই প্রসেনজিতের দুই বছরের সন্তান প্রিয়ম (২)।

বিজ্ঞাপন

পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. সাজেদুল ইসলাম সজল জানান, বরিশালের র‌্যাব-৮ এর পরিবারের সদস্যরা একটি কোস্টার বাসে করে সকালে কুয়াকাটা ভ্রমণে যাচ্ছিলেন। ওই এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ধানসিঁড়ি পরিবহনের একটি বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে র‌্যাবের কোস্টারের ওপর উঠিয়ে দেয়। এতে কোস্টারের সামনের অংশ দুমরেমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই প্রাণ হারায় দুই বছরের শিশু প্রিয়ম। মুমূর্ষু অবস্থায় কোস্টারের চালককে উদ্ধার করা হয়। পরে বরিশাল সিএমএইচ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এছাড়া আহতদের মধ্যে আফরোজা বেগম নামে একজনের অবস্থা আশঙ্কাজনক। তিনিসহ সব আহত বর্তমানে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

তিনি জানান, আহতদের প্রথমে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। সেখান থেকে বরিশাল সেনানিবাস সম্মিলিত সামরিক হাসপাতাল ও পরে শেবাচিম হাসপাতালে পাঠানো হয়।

ঘটনাস্থল পরিদর্শন করে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. সাজেদুল ইসলাম সজল জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসের সহায়তায় ধানসিঁড়ি পরিবহনের বাসটি রাস্তার থেকে সরিয়ে নিয়েছে। তবে এর চালক ও সহকারী পালিয়ে গেছেন। র‌্যাবের কোস্টারটি সরানোর কাজ চলছে।

আরও খবর

Sponsered content

বিজ্ঞাপন
সর্বশেষ সংবাদ
9:03 AM ভেনেজুয়েলার আরও কাছে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ, বাড়ছে উত্তেজনা 8:52 AM গাজায় মৃত্যুফাঁদ, ধ্বংসস্তূপে লুকিয়ে হাজার হাজার টন অবিস্ফোরিত বোমা 8:46 AM বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ‘মন্থা’, বাতাসের গতিবেগ ৬০ কিমি 8:42 AM জামায়াতসহ ৮ দলের বিক্ষোভ কর্মসূচি আজ 8:37 AM মধ্যরাতে ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ 12:13 AM হাড্ডাহাড্ডি লড়াইয়ে বার্সাকে হারাল রিয়াল 12:07 AM আফগান সীমান্তে তুমুল সংঘর্ষ, পাকিস্তানি পাঁচ সেনাসহ নিহত ৩০ 9:56 PM মৃত্যুর আগে জীবন থেকে পালাতে চাওয়া কালামের ফেসবুক পোস্ট 8:43 PM নভেম্বরে শেষ হচ্ছে উপদেষ্টা পরিষদের সভা: মাহফুজ আলম 8:23 PM নারী বিশ্বকাপ: বৃষ্টির কারণে বন্ধ বাংলাদেশ-ভারত ম্যাচ