প্রতিনিধি 10 October 2025 , 11:41:47 প্রিন্ট সংস্করণ

২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার অর্জনের জন্য ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদোকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
ভেনেজুয়েলায় গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য মাচাদোর সাহসী লড়াইকে বিশেষভাবে প্রশংসা করেছেন ড. ইউনূস।

প্রধান উপদেষ্টার বার্তায় উল্লেখ করা হয়, মাচাদো দমন-পীড়নের মুখে অটল থেকে তার দেশের ও জনগণের জন্য একটি স্বাধীন ও ন্যায়সঙ্গত ভবিষ্যতের প্রতিশ্রুতিতে কখনোই পিছপা হননি।
পোস্টে আরও বলা হয়, নোবেল কমিটি যথার্থভাবেই বলেছে, ‘গণতন্ত্র টিকে থাকে সেইসব মানুষের ওপর—যারা চুপ থাকেন না, যারা গুরুতর ঝুঁকির মাঝেও সাহস করে সামনে আসেন এবং যারা আমাদের মনে করিয়ে দেন যে স্বাধীনতা কোনো দিনই নিশ্চিত কিছু নয়। এটি সবসময় রক্ষা করতে হয়—কথা দিয়ে, সাহস দিয়ে, এবং অদম্য সংকল্প দিয়ে।’