...
  • খেলা

    আফগানিস্তানের বিপক্ষে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ

      প্রতিনিধি 8 October 2025 , 9:33:08 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    দীর্ঘদিন পর টি-টোয়েন্টি ফরম্যাটের বাইরে খেলতে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। আফগানিস্তানের বিপক্ষে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে আজ। ২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলতে র‌্যাঙ্কিংয়ে উন্নতির বিকল্প নেই। এ ম্যাচ দিয়ে ওয়ানডেতে সাইফ হাসানের অভিষেক অনেকটাই নিশ্চিত। উইকেট-কিপিং করবেন নুরুল হাসান সোহান। এদিকে, ঘুরে দাঁড়াতে মরিয়া আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি। আবুধাবিতে ম্যাচ শুরু সন্ধ্যা ৬টায়।

    টাইগার শিবিরে স্বস্তির বাতাস। টানা জয় পাল্টে দিয়েছে ড্রেসিংরুমের পরিবেশ। এশিয়া কাপে যাদের নিয়ে তেমন প্রত্যাশা ছিলো না, তারাই আফগানিস্তান-শ্রীলঙ্কাকে হারিয়েছে, সম্ভাবনা জাগিয়েছে ফাইনালে ওঠারও। এরপর টি-টোয়েন্টি সিরিজে আফগানদের করেছে হোয়াইটওয়াশ। তবে, এবার পরীক্ষা ওয়ানডে সিরিজ।

    দীর্ঘদিন পর টি-টোয়েন্টি ক্রিকেট থেকে বের হচ্ছে বাংলাদেশ। গেলো ৩ মাস কেবল এই ফরম্যাটই খেলেছে ফিল সিমন্সের শিষ্যরা। টানা ১৭টা টি-টোয়েন্টি ম্যাচের পর ফিফটি ওভার গেম খেলতে নামার আগে মাইন্ডসেট-অ্যাপ্রোচেও আনতে হচ্ছে পরিবর্তন।

    বিজ্ঞাপন

    ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের হয়ে সাইফ হাসানের অভিষেক হওয়াটা প্রায় নিশ্চিত। এশিয়া কাপে আলো ছড়ানো সাইফ এবার প্রথমবার ডাক পেয়েছেন ওয়ানডে স্কোয়াডে। সব ঠিক থাকলে তানজিদ হাসান তামিমের সঙ্গে ওপেনিংয়ে জুটি বাঁধতে যাচ্ছেন সাইফ।

    এদিকে ফিট থাকলে একাদশে দেখা যেতে পারে তাওহীদ হৃদয়কে। কিপার হিসেবে সংবাদ সম্মেলনে নুরুল হাসান সোহানকে এগিয়ে রাখার ঘোষণা দিয়ে রেখেছেন বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ফলে একাদশে জাকের আলী অনিকের জায়গায় সোহানকে দেখা যেতেও পারে। ৭ নম্বরে শামীম হোসেন পাটোয়ারীর খেলা প্রায় নিশ্চিত। 


    বোলিং ইউনিটে ৩ পেসারের সঙ্গে ১ স্পিনারের খেলাও প্রায় নিশ্চিত। স্পিনে তানভীর ইসলাম এবং রিশাদ হোসেনের মধ্যে একজনকে খেলানো হবে। ৩ পেসার তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান এবং তানজিম হাসান সাকিবের খেলাও প্রায় নিশ্চিত।

    আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

    তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী অনিক/নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শামীম হোসেন পাটোয়ারী, তানজিম হাসান সাকিব, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ এবং মোস্তাফিজুর রহমান।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    12:35 AM আদালতে নিজেদের নির্দোষ দাবি করলেন নিকোলাস মাদুরো ও তার স্ত্রী 12:17 AM জাতীয় পার্টিসহ ‘স্বৈরাচারের দোসরদের’ মনোনয়ন বাতিল চেয়ে রিট 10:51 PM রাউজানে যুবদলের সাবেক নেতাকে গুলি করে হত্যা 10:44 PM চট্টগ্রামকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রংপুর রাইডার্স 9:54 PM দেশের বাজারে স্বর্ণের দাম আরেক দফা বাড়ল 9:51 PM প্রতীক বরাদ্দের আগে নির্বাচনি প্রচারণা করা যাবে না: ইসি 7:00 PM সকালে রিমান্ড, বিকেলে জামিন মঞ্জুর, সন্ধ্যায় মুক্তি সুরভীর 6:46 PM বিএনপিকে ভোট দিতে চায় ৭০ শতাংশ মানুষ 6:41 PM ৬৭ হাজার শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ 6:06 PM ওবায়দুল কাদেরের অবস্থা সংকটাপন্ন
    Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
    Turns on site high speed to be attractive for people and search engines.