প্রতিনিধি 7 October 2025 , 3:30:08 প্রিন্ট সংস্করণ

জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মনোনয়নে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পরির্ষদে পরিবর্তন এসেছে। গতকাল বিসিবির নির্বাচনের পর এনএসসি তাদের এক মনোনীত পরিচালক ইসফাক আহসানকে বাদ দেয়। আওয়ামী লীগ সংশ্লিষ্টতার কারণে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বিশ্বস্ত সূত্র জানিয়েছে।
ইসফাক আহসানের পরিবর্তে নতুন করে মনোনয়ন পেয়েছেন করপোরেট ব্যক্তিত্ব ও নারী ক্রীড়া সংগঠক রুবাবা দৌলা মতিন। এনএসসি আজ তাকে বিসিবি পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে মনোনীত করেছে।
রুবাবা দৌলা বর্তমানে ওরাকল বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ডিরেক্টরের দায়িত্বে আছেন। এর আগে তিনি গ্রামীণফোন ও এয়ারটেলের মতো টেলিকম খাতের প্রতিষ্ঠানে উচ্চপর্যায়ের পদে কর্মরত ছিলেন।

খেলাধুলার সঙ্গেও রুবাবা দৌলার সম্পৃক্ততা দীর্ঘদিনের। ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি বাংলাদেশ স্পেশাল অলিম্পিকসের বোর্ড সদস্য হিসেবেও কাজ করেছেন।
গ্রামীণফোনে থাকাকালীন তিনি প্রতিষ্ঠানটির প্রধান যোগাযোগ কর্মকর্তা এবং প্রধান বিপণন কর্মকর্তার দায়িত্ব পালন করেন। এই সময়ে (১৯৯৮–২০০৯) পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে দেশের ক্রিকেট অঙ্গনেও তার সরব উপস্থিতি ছিল।
২০০৭ সালে গ্রামীণফোন ও বিসিবির যৌথ উদ্যোগে মিরপুরে জাতীয় ক্রিকেট একাডেমি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন রুবাবা। বিসিবিতে তিনি মহিলা উইংয়ের দায়িত্ব পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।