প্রতিনিধি 5 October 2025 , 8:21:41 প্রিন্ট সংস্করণ

এক ম্যাচ হাতে রেখেই আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ দল। আজ তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দু’দল। এ ম্যাচটি জিতলেই আফগানদের বিদেশের মাটিতে প্রথমবারের মতো হোয়াইটওয়াশের লজ্জা দেবে টাইগাররা। এর আগে ২০২৩ সালে ঘরের মাঠে দু’ম্যাচ সিরিজে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ।
এমন পরিস্থিতিতে টস ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। রোববার (৫ অক্টোবর) সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।
এশিয়া কাপে হতাশার পর আফগানিস্তানের বিপক্ষে এই সিরিজে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। যদিও প্রথম দুই ম্যাচে ব্যাটিং ব্যর্থতা দেখা গিয়েছিল, তবুও দারুণ লড়াই করে যথাক্রমে ৪ ও ২ উইকেটে জয় তুলে নেয় টাইগাররা। ফলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে ইতোমধ্যেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। এবার লক্ষ্য একটাই, বিদেশের মাটিতে প্রথমবারের মত আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করা।
আফগানিস্তান-বাংলাদেশের শেষ টি টোয়েন্টি ম্যাচ মোবাইলে দেখবেন যেভাবে
শেষ মুহূর্তের গোলে রোমাঞ্চকর জয়, ফাইনালে আর্জেন্টিনা-ব্রাজিল ‘সুপার ক্লাসিকো’

আজকের একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। পেসার মুস্তাফিজুর রহমানের পরিবর্তে একাদশে ঢুকেছে তানজিদ হাসান তামিম। দ্বিতীয় ম্যাচে পেসার মুস্তাফিজুর রহমান ছিলেন ছন্দের বাইরে। ৪ ওভারে ৪০ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য।
বাংলাদেশে আফগানিস্তান-বাংলাদেশ তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস ও নাগরিক টিভি। এছাড়া মোবাইল বা অনলাইনে দর্শকরা ম্যাচটি দেখতে পারবেন ‘টাম্পড’ অ্যাপে।
এছাড়াও আফগানিস্তান থেকে ম্যাচটি দেখা যাবে লেমার, মবি গ্রুপ ও মাই ইতিসালাতে। পাকিস্তানে দেখা যাবে পিটিভি স্পোর্টস, টেন স্পোর্টস ও জিও সুপার, তামাশা ও মাইকোতে। ভারতে দেখা যাবে ফ্যান কোডে। বিশ্বের অন্যান্য দেশে বিনামূল্যে সরাসরি দেখা যাবে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি)
প্রসঙ্গত, এর আগে ২০২৩ সালে ঘরের মাঠে দু’ম্যাচ সিরিজে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ।
বাংলাদেশের একাদশ
তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, জাকের আলী (অধিনায়ক), নুরুল হাসান, শামীম হোসেন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন।
আফগানিস্তান একাদশ
রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, সাদেকুল্লাহ আটাল, দারউইশ রসুলি, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, রশিদ খান, মুজিব উর রহমান, বশির আহমাদ, ওয়াফিউল্লাহ তারাখিল ও আব্দুল্লাহ আহমাদ জাই।