প্রতিনিধি 5 October 2025 , 7:05:51 প্রিন্ট সংস্করণ

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ইতোমধ্যে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচে যথাক্রমে ৪ ও ২ উইকেটে জয় তুলে নিয়ে ২-০ ব্যবধানে এগিয়ে আছে টাইগাররা। এবার লক্ষ্য একটাই বিদেশের মাটিতে প্রথমবারের মত আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করা।
রোববার (৫ অক্টোবর) সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।
তৃতীয় টি-টোয়েন্টির আগে অনুশীলন করেননি ক্রিকেটাররা। টিম হোটেলে বিশ্রাম আর জিম সেশন করে সময় কাটিয়েছে টিম টাইগার্স। তাই এ ম্যাচে কেমন হতে পারে টাইগারদের একাদশ এ নিয়ে রয়েছে জল্পনা। ধারণা করা হচ্ছে একাদশে পরিবর্তন আসতে যাচ্ছে।
কেননা দ্বিতীয় ম্যাচে পেসার মুস্তাফিজুর রহমান ছিলেন ছন্দের বাইরে। ৪ ওভারে ৪০ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। ফলে তাকে বিশ্রাম দেয়ার সম্ভাবনা আছে। তার পরিবর্তে দলে দেখা যেতে পারে তরুণ পেসার তানজিম হাসান সাকিবকে।

এছাড়া অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনকেও বিশ্রাম দেয়া হতে পারে। সেক্ষেত্রে সুযোগ পেতে পারেন তাসকিন আহমেদ।
এশিয়া কাপে হতাশাজনক পারফরম্যান্সের পর আফগানিস্তানের বিপক্ষে মাঠে নেমে নতুন উদ্যমে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। যদিও প্রথম দুই ম্যাচেই ব্যাটিংয়ে ধস নেমেছিল, তবে বোলারদের দারুণ পারফরম্যান্সে শেষ পর্যন্ত জয় পেয়েছে টাইগাররা।
অধিনায়ক জাকের আলি, যিনি লিটন দাসের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিচ্ছেন। তিনি বলেন, সিরিজ জয় নিশ্চিত হওয়ায় ভালো লাগছে। দল হিসেবে আমরা গত দুই ম্যাচে সত্যিই ভালো খেলেছি। বোলাররা দারুণ করেছে। উইকেট ভালো ছিল এবং সবাই নিজেদের সেরাটা দিয়েছে। আমরা ইতিবাচক থেকে ভালো পারফরম্যান্সের চেষ্টা করছি।
প্রসঙ্গত, এর আগে ২০২৩ সালে ঘরের মাঠে দু’ম্যাচ সিরিজে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ
তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, জাকের আলী (অধিনায়ক), নুরুল হাসান, শামীম হোসেন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ।