প্রতিনিধি 1 October 2025 , 3:27:31 প্রিন্ট সংস্করণ

ক্রীড়া প্রতিবেদক
এশিয়া কাপের ব্যর্থতা ভুলে নতুন চ্যালেঞ্জের সামনে বাংলাদেশ। এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তানের কাছে ১১ রানে হেরে ফাইনালের স্বপ্ন হাতছাড়া হয় বাংলাদেশের। তবে দলের বিশ্রামের কোন সু্যোগ নেই।
আগেই ঠিক হয়ে থাকা সংযুক্ত আরব আমিরাতের মাটিতে টোয়েন্টি সিরিজ দিয়ে আফগানিস্তানের বিপক্ষে দুই ফরম্যাটের সিরিজ আগামীকাল (বৃহস্পতিবার) শুরু হচ্ছে।
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পরের ম্যাচগুলো হবে ৩ ও ৫ অক্টোবর। এশিয়া কাপ থেকে গ্রুপ পর্বে বিদায় নিলেও আফগানিস্তান বাংলাদেশকে চ্যালেঞ্জ দিতে পারে। বিশেষ করে রশিদ খান, মুজিবুর রহমানদের স্পিন হতে পারে বড় হুমকি।
তবে আফগানিস্তানের বিপক্ষে সম্প্রতি এশিয়া কাপের জয়কে অনুপ্রেরণা হিসেবে দেখছেন ফর্মে থাকা বাংলাদেশি অলরাউন্ডার সাইফ হাসান। গণমাধ্যমের মুখোমুখি হয়ে সাইফ বলেন, ‘জানি না ওরা (আমাদের সঙ্গে) কয় ম্যাচ জিতছে, বাট আমরা যদি আমাদের স্ট্রেংথ অনুযায়ী খেলতে পারি, নির্দিষ্ট দিনে আমরা যেকোনো টিমকে হারাতে পারি। তাই আমরা আমাদের স্ট্রেংথ আর আমাদের উইকনেস নিয়ে যদি কাজ করি, ইনশাআল্লাহ ওটাই আমাদের (জিততে সহায়তা করবে)।’

এশিয়া কাপের মাধ্যমে নিজের জাত চিনিয়েছেন এই ডানহাতি ব্যাটার। এবারের এশিয়া কাপে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান করেছেন ওপেনার সাইফ হাসান। ২টি হাফ-সেঞ্চুরিতে ৪ ইনিংসে ১৭৮ রান করেছেন সাইফ। আফগান সিরিজেও সেই ফর্ম ধরে রাখার ব্যাপারে আশাবাদী সাইফ, ‘আমার কাজ পারফর্ম করা, পারফর্ম করছি। এশিয়া কাপ শেষ, এখন চেষ্টা করব সামনে যে সিরিজ আসছে সেটা নিয়ে ফোকাস করার। সম্পূর্ণ ফোকাস আফগানিস্তান সিরিজের ওপর।’
টোয়েন্টি সিরিজের সিরিজের পর য়ানডে সিরিজ শুরু হবে ৮ অক্টোবর, বাকি দুই ম্যাচ ১১ ও ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে। তবে জয় দিয়েই আফগানদদের বিপকক্ষে এই দ্বিপাক্ষিক সিরিজ শুরু করতে চাই এই অলরাউন্ডার। ‘আগে প্রথম ম্যাচ, আমরা যদি এই ম্যাচ ভালো শুরু করতে পারি, ইনশাআল্লাহ সিরিজটাও আমাদের হবে। সব মিলিয়ে আমাদের মনোযোগ প্রথম ম্যাচে। ওদের টিমে বেশ কয়েকজন মিস্ট্রি স্পিনার আছে। এটা আমাদের সামনে এগিয়ে যাওয়ার জন্য অনেক সহযোগী হবে। আশা করি আমরা এই সিরিজটা ক্যাশ ইন (নিজেদের আয়ত্তে) করতে পারব।’
বাংলাদেশের প্রাধান দুশ্চিন্তা ব্যাটসম্যানদের ফর্মহীনতা ও ভঙ্গুর ব্যাটিং। ব্যাটিং ব্যর্থতাই মূলত এশিয়া কাপে বাংলাদেশকে ডুবিয়েছে। ব্যর্থতার বৃত্ত ভাঙতে হলে ব্যাটারদের দায়িত্বশীলতা অপরিহার্য। পেশীর ইনজুরির কারণে সদ্য শেষ হওয়া এশিয়া কাপের মাঝপথে মাঠে বাইরে ছিটকে যান বাংলাদেশের অধিনায়ক ও ব্যাটিংয়ের মুল ভরসা লিটন দাস। তাই লিটনবিহীন বাংলাদেশের ব্যাটিং শক্তিশালি আফগান বোলিংকে কতটুকু চ্যালেঞ্জ জানাতে পারে সেটা জানা যাবে কাল থেকেই।
বাংলাদেশ টি-টোয়েন্টি দল : জাকের আলী অনিক (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, শেখ মাহেদি হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, শরিফুল ইমলাম, সাইফুদ্দিন ও সৌম্য সরকার।