প্রতিনিধি 1 October 2025 , 12:53:52 প্রিন্ট সংস্করণ

নিজেদের প্রথম ম্যাচের আগে দুঃসংবাদ বাংলাদেশ শিবিরে। স্ট্রোক করেছেন নারী দলের প্রধান কোচ সারোয়ার ইমরান। বৃহস্পতিবার (২ অক্টোবর) পাকিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে নিগার সুলতানা জ্যোতিরা।মূলত গত রোববার অসুস্থ হয়ে পড়েন সারোয়ার ইমরান। তাৎক্ষণিক তাকে নিয়ে যাওয়া হয় কলম্বোর এক হাসপাতালে। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর তার মাইল্ড স্ট্রোক ধরা পড়ে। তবে বর্তমানে তিনি সুস্থ আছেন। তিনি সেখানেই থাকবেন নাকি ফিরে আসবেন বাংলাদেশে, এ ব্যাপারে আসেনি কোনো সিদ্ধান্ত।
গত ফেব্রুয়ারিতে নারী ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব দেয়া হয় সারোয়ার ইমরানকে। তার অধীনে ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব খেলে ওয়েস্ট ইন্ডিজকে বিদায় করে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের মূল আসরে খেলার টিকিট কাটে লাল সবুজের প্রতিনিধিরা।
