খেলা

সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ক্যারিবীয়দের হারিয়ে নেপালের ইতিহাস

  প্রতিনিধি 28 September 2025 , 9:06:00 প্রিন্ট সংস্করণ

বিজ্ঞাপন
Main Banner Ads For Captains TV

টি-টোয়েন্টিতে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের জন্য আরেকটি বড় আপসেটের দিন হাজির। আইসিসির সহযোগী সদস্য নেপালের কাছে তারা প্রথমবার ফরম্যাটটিতে হারের তিক্ত স্বাদ পেয়েছে। আগে ব্যাট করা নেপাল নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪৮ রান সংগ্রহ করে। লক্ষ্য তাড়ায় নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে দারুণ ব্যাটিং বিপর্যয়ে পড়ে ক্যারিবীয়রা। শেষমেষ তাদের দৌড় থেমেছে ১২৯ রানে।

বিজ্ঞাপন

ক্যারিবীয়দের এমন বিব্রতকর পরিস্থিতিতে পড়ার দিনটি নেপালের জন্য ঐতিহাসিক বটে। এখন পর্যন্ত তারা মাত্র ৮ বার আইসিসির পূর্ণ সদস্য দেশের বিপক্ষে টি-টোয়েন্টি খেলেছে। অষ্টম ম্যাচেই প্রথম কোনো পূর্ণ সদস্য দেশকে হারানোর রেকর্ড গড়ল নেপাল। এর আগে ২০১৪ সালে তাদের কাছে যখন আফগানিস্তান টি-টোয়েন্টিতে হেরেছিল, তখন তারা ছিল সহযোগী সদস্য। অন্যদিকে, স্কটল্যান্ডের (২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ) পর দ্বিতীয় সহযোগী দেশ হিসেবে নেপালের কাছে বিষাদের দিন দেখল উইন্ডিজ শিবির।

সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে গেছে ওয়েস্ট ইন্ডিজ ও নেপাল। প্রথম ম্যাচে গতকাল (শনিবার) টস হেরে আগে ব্যাট করতে নামে রোহিত পৌডেলের দল। শুরুতে দ্রুতই ২ উইকেট হারালেও অধিনায়ক রোহিত ও ‍কুশল মাল্লার ব্যাটে ঘুরে দাঁড়ায় এশিয়ান দেশটি। এরপর আবার শুরু হয় উইকেটের মিছিল। তবে শেষ পর্যন্ত ১৪৮ রানের চ্যালেঞ্জিং পুঁজি গড়ে নেপাল। তাদের পক্ষে সর্বোচ্চ ৩৮ রান করেন রোহিত।

এ ছাড়া কুশল ৩০, গুলশান ঝা ২২ এবং দিপেন্দ্র সিং আইরে ১৭ রান করেন। বিপরীতে ক্যারিবীয়দের পক্ষে সর্বোচ্চ ৪টি উইকেট নিয়েছেন পেস অলরাউন্ডার জেসন হোল্ডার। এ ছাড়া অভিষিক্ত লেগস্পিনার নাভিন বিদাইসি শিকার করেন ৩ উইকেট।

আরও খবর

Sponsered content

বিজ্ঞাপন
সর্বশেষ সংবাদ
1:13 PM সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১ হাজার ৫১৫ 12:56 PM ডাকসু নেতাদের আচরণ নিয়ে ছাত্রদলের নাছিরের স্ট্যাটাস 12:30 PM পাকিস্তানে ‘নিষিদ্ধ’ সালমান খান! 11:57 AM উত্তরা–মতিঝিল মেট্রোরেল চলাচল স্বাভাবিক 11:46 AM ব্যাংক এশিয়াকে ৩০ লাখ টাকা জরিমানা 11:09 AM তামিমকে অধিনায়ক করে দল ঘোষণা 10:59 AM মেট্রোরেল দুর্ঘটনায় নিহত কালামের দাফন সম্পন্ন 9:03 AM ভেনেজুয়েলার আরও কাছে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ, বাড়ছে উত্তেজনা 8:52 AM গাজায় মৃত্যুফাঁদ, ধ্বংসস্তূপে লুকিয়ে হাজার হাজার টন অবিস্ফোরিত বোমা 8:46 AM বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ‘মন্থা’, বাতাসের গতিবেগ ৬০ কিমি