প্রতিনিধি 25 September 2025 , 10:32:33 প্রিন্ট সংস্করণ

এশিয়া কাপের ফাইনালে উঠতে ১৩৬ রানের টার্গেট পেয়েছে বাংলাদেশ। মোস্তাফিজুর রহমানের করা শেষ ওভারে ১১ রান তুলে বাংলাদেশকে এই রানের লক্ষ্য দিয়েছে পাকিস্তান। খেলার স্কোর ৮ উইকেটে ১৩৫ রান পাকিস্তানের। নিশ্চিত ফাইনালের হাতছানি দেয়া আজকের খেলায় জিততে পারলে, দর্শকরা উপভোগ করবেন ভারতের সঙ্গে ফাইনাল ম্যাচ।
এর আগে ফাইনাল নিশ্চিতের মিশনে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুবাইয়ে ম্যাচ শুরু হয় রাত সাড়ে ৮টায়। মুল লড়াইয়ের আধ ঘন্টা আগে পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগার সঙ্গে টস করে, শুরুতেই জয় পেয়েছে বাংলাদেশ অধিনায়ক। আর তখনি টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন এবং পাকিস্তান অধিনায়কে ব্যাট করার আমন্ত্রণ জানান জাকের আলী অনিক।
খেলার প্রথম ওভারে চতুর্থ বলেই উইকেট পেয়েছেন তাসকিন আহমেদ। এর মাধ্যমে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে উইকেটে সেঞ্চুরি পেয়ে গেলেন তাসকিন। আগের বলে ৪ মেরে রানের খাতা খোলা সাহিবজাদা স্কয়ার ড্রাইভ করতে গিয়ে, বলটা উঠিয়ে দেন রিশাদের হাতে। আর এর মাধ্যমে দলীয় ৪ রানেই প্রথম উইকেট হারাল পাকিস্তান।
অপরদিকে, এক ম্যাচ পর দলে ফিরিয়েই প্রথম ওভারে উইকেট পেয়ে গেলেন মেহেদী হাসান। বাংলাদেশের অফ স্পিনার দ্বিতীয় ওভারের চতুর্থ বলে ফিরিয়েছেন ফর্ম হারিয়ে ফেলা সাইম আইয়ুবকে। ফলে ৫ রানে দ্বিতীয় উইকেট হারায় পাকিস্তান।
খেলার ৭ম ওভারে ২৯ রানে ৩ উইকেট পাকিস্তানের। তাসকিন আহমেদ ও মেহেদী হাসানের মতো নিজের প্রথম ওভারে উইকেট পেলেন রিশাদ হোসেনও। বাংলাদেশের লেগ স্পিনারের শিকার ফখর জামান। ছক্কা মারতে গিয়ে লং অফে ক্যাচ দিয়েছেন ২১ বলে ১৩ রান করা ফখর। ২৯ রানে তৃতীয় উইকেট হারাল পাকিস্তান।
এদিকে ১০ ওভারে পাকিস্তানের রান সংখ্যা ৪ উইকেটে ৪৬। নিজের দ্বিতীয় ওভারেও উইকেট পেয়েছেন রিশাদ হোসেন। বাংলাদেশের লেগ স্পিনার হুসেইন তালাতকে সাইফ হাসানের ক্যাচ বানিয়েছেন। সামনে এগিয়ে এসে মাটির সামান্য ওপর থেকে ক্যাচটি নিয়েছেন সাইফ। তখন ৩৩ রানে ৪ উইকেট হারায় পাকিস্তান।
স্কোরে ৫০ রানের আগেই ৫ উইকেট নেই পাকিস্তানের, চলে ১১ ওভারের খেলা। সালমান আগার ব্যাট ছুঁয়ে বলটি চলে গিয়েছিল উইকেট কিপার জাকের আলীর গ্লাভসে। আম্পায়ার আউট দেননি। তবে রিভিউ নিয়েই উইকেটটি পেয়েছে বাংলাদেশ। উইকেটটি পেয়েছেন মোস্তাফিজুর রহমান।

অবশেষে ১৫তম ওভারে শাহিন আফ্রিদির ক্যাচ নিতে পারল বাংলাদেশ। খালি হাতে নয়, গ্লাভস হাতেই ক্যাচ নিয়ে আফ্রিদিকে ফিরিয়েছেন বাংলাদেশ অধিনায়ক জাকের আলী। নিজের জায়গা ছেড়ে অনেকটা সামনে গিয়ে তাসকিনের বলে ক্যাচটি নিয়েছেন জাকের। ১৩ বলে ১৯ রান করে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে ফিরলেন আফ্রিদি। ৭১ রানে ৬ উইকেট তুলে নেয়া বাংলাদেশ ওই ওভারে সুযোগ হারিয়েছে আরেকটি উইকেট নেয়ার। ওভারের শেষ বলে মোহাম্মদ নেওয়াজের তোলা সহজ ক্যাচটি তো নিতেই পারেননি পারভেজ হোসেন, উল্টো বানিয়ে দিয়েছেন ৪।
এরপর ১৬ ওভারে স্কোর দাঁড়ায় ৯৪/৬। অবশেষে শাহিন আফ্রিদির ক্যাচ নিতে পারল বাংলাদেশ। খালি হাতে নয়, গ্লাভস হাতেই ক্যাচ নিয়ে আফ্রিদিকে ফিরিয়েছেন বাংলাদেশ অধিনায়ক জাকের আলী। নিজের জায়গা ছেড়ে অনেকটা সামনে গিয়ে তাসকিনের বলে ক্যাচটি নিয়েছেন জাকের। ১৩ বলে ১৯ রান করে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে ফিরলেন আফ্রিদি। ৭১ রানে ৬ উইকেট তুলে নেয়া বাংলাদেশ ওই ওভারে সুযোগ হারিয়েছে আরেকটি উইকেট নেয়ার। ওভারের শেষ বলে মোহাম্মদ নেওয়াজের তোলা সহজ ক্যাচটি তো নিতেই পারেননি পারভেজ হোসেন, উল্টো বানিয়ে দিয়েছেন চার।
১৭ ওভারে রান সংখ্যা ৬ উইকেটে ১০২। ৭১ রানে ৬ উইকেট খোয়ানো পাকিস্তানকে টেনে তুলছেন দুই মোহাম্মদ, হারিস ও নেওয়াজ। মোস্তাফিজের করা ১৬তম ওভারে ১১ রান তোলা দুই ব্যাটস্যান ১৭তম ওভারের পঞ্চম বলে ১০০ এনে দিয়েছেন পাকিস্তান। ১০০তম রানটি নেওয়ার পর ১০১তম রানটি নিতে গিয়ে প্রায় রানআউট হয়ে গিয়েছিলেন নন স্ট্রাইকিং ব্যাটসম্যান হারিস।
হারিস-নেওয়াজের জুটি ভাঙলেন মেহেদী: ১৮তম ওভারের প্রথম বলে মোহাম্মদ নেওয়াজ ছক্কা মেরেছিলেন মেহেদী হাসানকে। বাংলাদেশের অফ স্পিনার তৃতীয় বলে ফিরতি ক্যাচ নিয়ে ফিরিয়েছেন মোহাম্মদ হারিসকে। ১০৯ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান।
কঠিন ক্যাচ নিয়ে নেওয়াজকে ফেরালেন সেই পারভেজ। স্কোর পাকিস্তান ১৯ ওভারে ১২৪ রান ৮ উইকেট। ১৪তম ওভারে শেষ বলে তাসকিন আহমেদের বলে শূন্য রানে সহজ ক্যাচ তুলেও পারভেজ হোসেনের সৌজন্যে বেঁচে গিয়েছিলেন মোহাম্মদ নেওয়াজ। পাকিস্তানি অলরাউন্ডার ২৫ রান যোগ করে ফিরলেন সেই পারভেজকে ক্যাচ দিয়েই। উইকেটটি পেয়েছেন তাসকিনই। ১৯তম ওভারের দ্বিতীয় বলে এক্সট্রা কাভার থেকে অনেকটা পেছনে দৌড়ে দারুণ এক ক্যাচ নিয়েছেন পারভেজ। ১২০ রানে অষ্টম উইকেট হারিয়েছে পাকিস্তান।
এদিকে আজও দলে ছিলেন না মূল অধিনায়ক লিটন দাস। ভারতের বিপক্ষে খেলা ১১ জনের ৩ জন খেলছেন না। বাদ পড়েছেন নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন ও তানজিদ হাসান। দলে ফিরেছেন মেহেদী হাসান, নুরুল হাসান ও তাসকিন আহমেদ। তবে পাকিস্তান দলে কোনো পরিবর্তন আসেনি।
বাংলাদেশ একাদশ: জাকের আলী অনিক (অধিনায়ক ও উইকেট কিপার), সাইফ হাসান, পারভেজ হোসেন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, নুরুল হাসান, রিশাদ হোসেন, মেহেদী হাসান, তানজিম হাসান, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
পাকিস্তান একাদশ: সালমান আগা (অধিনায়ক), সাহিবজাদা ফারহান, ফখর জামান, সাইম আইয়ুব, হুসেইন তালাত, মোহাম্মদ নেওয়াজ, ফাহিম আশরাফ, মোহাম্মদ হারিস (উইকেট কিপার), শাহিন আফ্রিদি, হারিস রউফ ও আবরার আহমেদ।
উল্লেখ্য, সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানের পর বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০ উইকেট পেলেন তাসকিন। সব দেশ মিলিয়ে তাসকিন এই মাইলফলকে ২৬তম।