• খেলা

    শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেটে জিতল পাকিস্তান

      প্রতিনিধি 24 September 2025 , 12:42:00 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ২ ওভার হাতে রেখেই জিতে গেল পাকিস্তান। মাত্র ১৩৪ রানের লক্ষে ব্যাট করতে নেমে সহজেই জিতে গেল পাকিস্তান। তাই এশিয়া কাপের ফাইনালে যাওয়ার স্বপ্ন বেঁচে রইল পাকিদের। আর এদিকে পরপর দুই ম্যাচ হেরে এশিয়া কাপের সুপারফোর থেকেই ছিটকে গেল শ্রীলঙ্কা।

    কামিন্দু মেন্ডিসের ফিফটির সুবাদে সুপার ফোরের তৃতীয় ম্যাচে পাকিস্তানকে ১৩৪ রানের টার্গেট দিয়েছে শ্রীলঙ্কা। এদিন টস জিতে প্রথমে লঙ্কান অধিনায়ককে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় পাকিস্তান অধিনায়ক সালমান আলি আঘা।

    মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বল মাঠে গড়ায়।

    বিজ্ঞাপন

    ব্যাটিংয়ে নেমে স্বভাবতই মারমুখো ভঙ্গিমায় পাওয়ার প্লে’র সর্বোচ্চ সঠিক ব্যবহারের চেষ্টা চালায় লঙ্কানরা। তবে পাকিস্তানি বোলারদের কাছে রীতিমতো ধরাশায়ী হন তারা। প্রথম ওভারের দ্বিতীয় বলেই শাহিন আফ্রিদির শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরত যান কুশাল মেন্ডিস। নিজের দ্বিতীয় ওভারে পাথুম নিশাঙ্কাকেও সাজঘরে ফেরত পাঠান আফ্রিদি। কুশাল শূন্য রানে আউট হলেও পাথুম করেন ৮ রান।

    পাওয়ার প্লেতে কুশাল পেরেরাকেও হারিয়ে ফেলে লঙ্কানরা। হারিস রউফের শিকার হওয়ার আগে ১ ছক্কা ও ১ চারে ১২ বলে ১৫ রান করেন তিনি। এরপর ১৯ বলে ২০ রান করে দলীয় ৫৮ রানে বিদায় নেন অধিনায়ক আসালাঙ্কা।

    ক্রিজে নেমেই পরের বলে হুসাইন তালাতের পরে উইকেটরক্ষকের হাতে ক্যাচ তুলে দেন দাসুন শানাকা (০)। এরপর ওয়ানিন্দু হাসারাঙ্গাকে নিয়ে বিপদ কাটানোর চেষ্টা করেন কামিন্দু। তবে ১৩ বলে ১৫ রান কলে দলীয় ৮০ রানে বিদায় নেন হাসারাঙ্কা। লড়াই চালিয়ে যান কামিন্দু। দলের সংগ্রহ ১২০ পার করে বিদায় নেন তিনি। ৪৪ বলে ৩ চার ও ২ ছক্কায় ৫০ রানে সাজানো ছিল তার ইনিংস। অন্যদিকে চাপের মুহূর্ত ক্রিজ আঁকড়ে ধরে ২১ বলে ১৭ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন চামিকা করুনারত্নে।

    পাকিস্তানের হয়ে ২৮ রান খরচায় ৩ উইকেট নিয়েছেন শাহিন। ১৮ রান খরচায় ২ উইকেট হুসাইন তালাতের আর ৩৭ রান খরচায় ২ উইকেট নেন হারিস রউফ।

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    11:40 PM আটক মাদুরোর ছবি প্রকাশ ট্রাম্পের, বেঁধে রাখা হয়েছে চোখ 11:29 PM যশোরে বিএনপি নেতাকে মাথায় গুলি করে হত্যা 7:44 PM ঢাকায় ১৩ আসনে ১১৯টি মনোনয়নপত্র বৈধ, ৫৪ জনের বাতিল 7:32 PM ডেজার্ট: মাঝে মধ্যে খেতে পারেন বুটের হালুয়া 7:21 PM যুক্তরাষ্ট্রে বিচারের মুখোমুখি হবেন মাদুরো 6:59 PM এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগ দিচ্ছে ‘ভিভো’ 6:43 PM হাইকোর্টের ৬৬ বেঞ্চ পুনর্গঠন করেছেন প্রধান বিচারপতি 6:19 PM ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের ভয়াবহ হামলা, জরুরি অবস্থা ঘোষণা 6:14 PM এবার এনসিপি নেত্রী নীলিমা দোলার পদত্যাগ 5:28 PM খালেদা জিয়ার মৃত্যু: শোক কর্মসূচির চতুর্থ দিন পালন করছে বিএনপি