• বিনোদন

    আবেদনময়ী কুসুম শিকদার, নজর কাড়লেন ভক্তদের

      প্রতিনিধি 1 September 2025 , 1:29:14 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ছোট-বড় দুই পর্দার জনপ্রিয় অভিনেত্রী কুসুম শিকদার অভিনয়ের মাধ্যমে দীর্ঘদিন ধরেই দর্শকমনে জায়গা করে নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও ভক্ত-অনুরাগীদের মাঝে সরব থাকেন অভিনেত্রী। এবার নতুনরূপে ধরা দিলেন তিনি।

    যদিও একটা সময় বিপুল জনপ্রিয় ও প্রশংসা কুড়ালেও সময়ের বিবর্তনে দর্শকদের চোখের আড়ালে চলে যান অভিনেত্রী। আবার কাজের ক্ষেত্রেও সক্রিয় হয়ে উঠেছেন তিনি। সম্প্রতি কাজের দুনিয়ায় নতুন উদ্যমে লাইটক্যামেরায় জায়গা করে নিলেন কুসুম শিকদার—এমন কিছু ছবি নেটদুনিয়ায় ভেসে বেড়াচ্ছে, তা নজর পড়ে ভক্ত-অনুরাগীদের।

    বিজ্ঞাপন

    সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া সেই ছবিগুলোতে দেখা গেছে, বেশ আকর্ষণীয় বেগুনি রঙের পোশাকে কুসুম শিকদার। ছবিগুলোতে যেমন হাসিমুখে ধরা দিয়েছেন, ঠিক তেমনি আবার আবেদনময়ীও হয়ে উঠেছেন অভিনেত্রী।

    ৪৩ বছর বয়সি এ অভিনেত্রী নিজের বয়স কখনো আড়াল করেন না। কুসুম নিজেই জানিয়েছেন, তিনি স্টারডম নিয়ে চলেন না। তাই বয়স লুকোনোর প্রশ্নই আসে না। বয়স বাড়লেও তার লাবণ্যে কোনো ছাপ পড়েনি বললেই চলে। বরং তার প্রাণবন্ত উপস্থিতি ভক্তদের মুগ্ধ করছে বারবার।

    এ ছাড়া কুসুম শিকদারের সাজসজ্জা ও পোশাকের এলিগেন্স মুগ্ধ করেছে তার ভক্তদের। কুসুমের ছবি শেয়ার করে এক নেটিজেন লিখেছেন—বয়স তো শুধু ক্যালেন্ডারের সংখ্যা মাত্র। আজও তিনি আগের মতোই ফিট, প্রাণবন্ত আর এলিগেন্ট। আরেক নেটিজেন লিখেছেন— একজন আদর্শ অভিনেত্রী যেমন হওয়া উচিত, তিনি তার উজ্জ্বল উদাহরণ। এ মন্তব্যের সঙ্গে একমত হয়েছেন তার অসংখ্য ভক্ত।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    9:56 PM ঢাকাকে হারিয়ে টেবিলের শীর্ষে উঠলো রাজশাহী 9:52 PM দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম স্বর্ণের, ভরি ২ লাখ ৩২ হাজার ৫৫ টাকা 9:00 PM ক্রীড়া উপদেষ্টার বক্তব্য আইসিসির আনুষ্ঠানিক কোনো জবাব নয়: বিসিবি 8:36 PM এমন একটি দেশে ফিরে আসতে পেরে আমি ও আমার স্ত্রী আনন্দিত: ব্রেন্ট ক্রিস্টেনসেন 8:09 PM নির্বাচন ডাকাতি আর যেন না ঘটে সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা 7:48 PM বিতর্কিত তিন নির্বাচন নিয়ে তদন্ত কমিশনের প্রতিবেদন জমা 7:27 PM ইরানে সরকারের পক্ষে রাজপথে লাখো মানুষের ঢল 7:09 PM দুদকে তদন্তকাজের গতিশীলতায় ১৫ বিশেষ টিম গঠন 6:41 PM মুস্তাফিজকে বাদ দেয়াসহ আইসিসির ৩ সুপারিশ 6:38 PM চার দেশের বাংলাদেশ মিশনের প্রেস সচিবকে দেশে ফিরে আসার নির্দেশ