বিনোদন

আবেদনময়ী কুসুম শিকদার, নজর কাড়লেন ভক্তদের

  প্রতিনিধি 1 September 2025 , 1:29:14 প্রিন্ট সংস্করণ

বিজ্ঞাপন
Main Banner Ads For Captains TV

ছোট-বড় দুই পর্দার জনপ্রিয় অভিনেত্রী কুসুম শিকদার অভিনয়ের মাধ্যমে দীর্ঘদিন ধরেই দর্শকমনে জায়গা করে নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও ভক্ত-অনুরাগীদের মাঝে সরব থাকেন অভিনেত্রী। এবার নতুনরূপে ধরা দিলেন তিনি।

যদিও একটা সময় বিপুল জনপ্রিয় ও প্রশংসা কুড়ালেও সময়ের বিবর্তনে দর্শকদের চোখের আড়ালে চলে যান অভিনেত্রী। আবার কাজের ক্ষেত্রেও সক্রিয় হয়ে উঠেছেন তিনি। সম্প্রতি কাজের দুনিয়ায় নতুন উদ্যমে লাইটক্যামেরায় জায়গা করে নিলেন কুসুম শিকদার—এমন কিছু ছবি নেটদুনিয়ায় ভেসে বেড়াচ্ছে, তা নজর পড়ে ভক্ত-অনুরাগীদের।

বিজ্ঞাপন

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া সেই ছবিগুলোতে দেখা গেছে, বেশ আকর্ষণীয় বেগুনি রঙের পোশাকে কুসুম শিকদার। ছবিগুলোতে যেমন হাসিমুখে ধরা দিয়েছেন, ঠিক তেমনি আবার আবেদনময়ীও হয়ে উঠেছেন অভিনেত্রী।

৪৩ বছর বয়সি এ অভিনেত্রী নিজের বয়স কখনো আড়াল করেন না। কুসুম নিজেই জানিয়েছেন, তিনি স্টারডম নিয়ে চলেন না। তাই বয়স লুকোনোর প্রশ্নই আসে না। বয়স বাড়লেও তার লাবণ্যে কোনো ছাপ পড়েনি বললেই চলে। বরং তার প্রাণবন্ত উপস্থিতি ভক্তদের মুগ্ধ করছে বারবার।

এ ছাড়া কুসুম শিকদারের সাজসজ্জা ও পোশাকের এলিগেন্স মুগ্ধ করেছে তার ভক্তদের। কুসুমের ছবি শেয়ার করে এক নেটিজেন লিখেছেন—বয়স তো শুধু ক্যালেন্ডারের সংখ্যা মাত্র। আজও তিনি আগের মতোই ফিট, প্রাণবন্ত আর এলিগেন্ট। আরেক নেটিজেন লিখেছেন— একজন আদর্শ অভিনেত্রী যেমন হওয়া উচিত, তিনি তার উজ্জ্বল উদাহরণ। এ মন্তব্যের সঙ্গে একমত হয়েছেন তার অসংখ্য ভক্ত।

বিজ্ঞাপন
সর্বশেষ সংবাদ
9:03 AM ভেনেজুয়েলার আরও কাছে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ, বাড়ছে উত্তেজনা 8:52 AM গাজায় মৃত্যুফাঁদ, ধ্বংসস্তূপে লুকিয়ে হাজার হাজার টন অবিস্ফোরিত বোমা 8:46 AM বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ‘মন্থা’, বাতাসের গতিবেগ ৬০ কিমি 8:42 AM জামায়াতসহ ৮ দলের বিক্ষোভ কর্মসূচি আজ 8:37 AM মধ্যরাতে ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ 12:13 AM হাড্ডাহাড্ডি লড়াইয়ে বার্সাকে হারাল রিয়াল 12:07 AM আফগান সীমান্তে তুমুল সংঘর্ষ, পাকিস্তানি পাঁচ সেনাসহ নিহত ৩০ 9:56 PM মৃত্যুর আগে জীবন থেকে পালাতে চাওয়া কালামের ফেসবুক পোস্ট 8:43 PM নভেম্বরে শেষ হচ্ছে উপদেষ্টা পরিষদের সভা: মাহফুজ আলম 8:23 PM নারী বিশ্বকাপ: বৃষ্টির কারণে বন্ধ বাংলাদেশ-ভারত ম্যাচ