প্রতিনিধি 21 September 2025 , 8:34:10 প্রিন্ট সংস্করণ

রাজধানীর গুলশানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠকে বসেন ব্যবসায়ী নেতারা। দলের চেয়ারপারসনের কার্যালয়ে বিজিএমই’র সভাপতি মাহমুদ হাসান খানের নেতৃত্বে ১১ সদস্যের একটি প্রতিনিধি দল এতে যোগ দেন। রোববার (২১ সেপ্টেম্বর) বিকালে অনুষ্ঠিত বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীও উপস্থিত রয়েছেন।

এর আগে, মির্জা ফখরুলের সঙ্গে বৈঠকের বিষয়ে ব্যবসায়ী নেতারা জানান, কোনো রাজনৈতিক ইস্যু নয় বরং ব্যবসা-বাণিজ্যকে কিভাবে এগিয়ে নেয়া যায় এবং এলডিসি গ্রাজুয়েশন ও চলমান শ্রম আইন সংশোধন ইস্যুতে তারা বিএনপি নেতাদের সঙ্গে কথা বলবেন।
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকিন আহমেদ একটি গণমাধ্যমকে বলেন, ‘দেশের ব্যবসা বাণিজ্য কিভাবে এগিয়ে নেয়া যায় সে বিষয়ে আলোচন হবে’। এই আলোচনায় নেতৃত্ব দিচ্ছে বিজিএমইএ। ফলে বিস্তারিত তারাই বলবেন।’
তবে বিষয়টি জানতে অন্তত ৬ জন ব্যবসায়ী নেতাকে ফোন করা হলেও তাদের মধ্যে বেশিরভাগই ফোন ধরেননি এবং দুই নেতা ফোন রিসিভ করলেও তারা কথা বলতে অপারগতা প্রকাশ করেছেন।
উল্লেখ্য, গত সপ্তাহে হঠাৎ করেই জামায়াত ইসলামের আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে ব্যবসায়ী নেতারা সাক্ষাৎ করলে দেশজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।