
প্রতিনিধি 17 January 2026 , 7:26:02 প্রিন্ট সংস্করণ

মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহিদ সার্জেন্ট জহুরুল হক হলের এক শৌচাগার থেকে তিনটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) মধ্যরাতে হলের শিক্ষার্থীরা এগুলো দেখতে পান শিক্ষার্থীরা। পরবর্তীতে প্রশাসনকে অবগত করা হলে বোম ডিসপোজাল ইউনিট এসে তা উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে শহিদ সার্জেন্ট জহুরুল হক হল সংসদের সমাজসেবা সম্পাদক মো. জহির রায়হান রিপন জানিয়েছেন, হলের মেইন বিল্ডিংয়ের ১ম ওয়াসরুমে ৩টা ককটেল সদৃশ জিনিস পাওয়ার সঙ্গে সঙ্গেপ্রক্টরিয়াল টিম ও শাহবাগ থানায় ছবি পাঠিয়ে জানানো হয়। পরে বোম ডিসপোজাল ইউনিট এলে সেগুলো নিয়ে যায়। ককটেল সদৃশ হলেও সেগুলোতে ককটেল ছিল না। ভীতিকর পরিবেশ তৈরির জন্য টেপ বেঁধে সেগুলোকে রাখা হয়ে থাকতে পারে বলে বোম ডিসপোজাল ইউনিট ধারণা করছেন।
তিনি আরও বলেন, তারপরও সবাইকে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। যেকোনো পরিস্থিতিতে সজাগ দৃষ্টি রাখার আনুরোধ জানানো হয়েছে।