
প্রতিনিধি 15 January 2026 , 1:22:33 প্রিন্ট সংস্করণ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের করা বিতর্কিত মন্তব্য ঘিরে উত্তাল দেশের ক্রীড়াঙ্গন। তার পদত্যাগের দাবিতে অনড় অবস্থানে রয়েছে ক্রিকেটারদের সংগঠন কোয়াব (ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ)। দাবি না মানলে সব ধরনের খেলা বর্জনের ঘোষণাও দিয়েছে সংগঠনটি। এমন পরিস্থিতিতে নির্ধারিত সময় অনুযায়ী শুরু হচ্ছে না বিপিএলের দিনের প্রথম ম্যাচ।
সিলেট পর্ব শেষে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) থেকে ঢাকায় বিপিএলের খেলা শুরু হওয়ার কথা ছিল। সূচি অনুযায়ী প্রথম ম্যাচে মুখোমুখি হওয়ার কথা চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেসের। দিনের দ্বিতীয় ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে মাঠে নামার কথা সিলেট টাইটানসের।

তবে প্রথম ম্যাচটি যে নির্ধারিত সময় অনুযায়ী শুরু হচ্ছে না, তা প্রায় নিশ্চিত। এ বিষয়ে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু বলেন, অবশ্যই বিষয়টি অনাকাঙ্ক্ষিত। উনি (এম নাজমুল ইসলাম) যা বলেছেন, আমরা সেটার সমর্থন করি না। ক্রিকেটারদের বোঝানো হয়েছে তারা এলে খেলা হবে, না এলে খেলা হবে না। তবে প্রথম ম্যাচটি সময়মতো হওয়ার সম্ভাবনা কম।
এর আগে কোয়াব হুঁশিয়ারি দিয়েছিল, ম্যাচ শুরুর আগে দাবি পূরণ না হলে সব ধরনের ক্রিকেট বয়কট করা হবে। এখন পর্যন্ত এম নাজমুল ইসলামের পদত্যাগের কোনো ঘোষণা না আসায় নির্ধারিত সময় পার হয়ে গেলেও দিনের প্রথম ম্যাচের দুই দলের কেউই মাঠে নামেনি। এতে ম্যাচ মাঠে গড়ানো নিয়েই তৈরি হয়েছে অনিশ্চয়তা।
এদিকে পদত্যাগের ঘোষণা না আসায় ম্যাচ শুরুর সময়েই রাজধানীর হোটেল শেরাটনে সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে কোয়াব। এ সংবাদ সম্মেলনে বিপিএলের অন্তত ছয় দলের ক্রিকেটারদের একত্র হওয়ার কথা রয়েছে বলে জানা গেছে। সব মিলিয়ে কোয়াবের কঠোর অবস্থান ও বিসিবির সিদ্ধান্তহীনতায় বিপিএলের আজকের সূচি নিয়ে তৈরি হয়েছে বড় ধরনের শঙ্কা।