প্রতিনিধি 17 September 2025 , 5:12:24 প্রিন্ট সংস্করণ

নব্বইয়ের দশকে শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছিলেন সংগীতশিল্পী জেনস সুমন। ‘একটা চাদর হবে’ নামক আলোচিত গান গেয়ে জনপ্রিয়তা শেষে দীর্ঘ ১৬ বছরের বিরতি। এরপর গত বছর নতুন গান নিয়ে ফেরেন তিনি। সম্প্রতি সুমনের গাওয়া নতুন ও পুরোনো ৭ টি গান নিয়ে জি সিরিজ প্রকাশ করেছে একটি অডিও জুকবক্স। এবার নতুন গান নিয়ে আবারো সরব জেনস সুমন। এখন নিয়মিত গান প্রকাশ করবেন।

জেনস সুমন জানান, ‘আগে একসঙ্গে অ্যালবাম প্রকাশ হতো। এখন একেকটা গান আলাদা আলাদা বের হয়, যা অনেকের কাছে খুঁজে পাওয়া কঠিন। তাই এক জায়গায় গানগুলো শোনার সুবিধার জন্যই জুকবক্স প্রকাশ করা হলো।’ অডিওর পর এবার ভিডিও জুকবক্সের প্রস্তুতিও নিচ্ছেন তিনি। আগামী মাসে গান জানালা ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ হবে এই জুকবক্স। সেখানে ইতিমধ্যে তিনটি গান প্রকাশিত হয়েছে। আরও একটি নতুন গান যোগ করে সেটি প্রকাশের পরিকল্পনা রয়েছে।
ফেরার অনুভূতি প্রসঙ্গে শিল্পী বলেন, ‘এটা আমার কাছে যেন পুনর্জন্ম। আবার নতুন করে গান শুরু করতে পেরে মনে হচ্ছে আমি একেবারে নতুন শিল্পী। সংগীতচর্চায় যা দরকার সবকিছু করার চেষ্টা করছি।’ বর্তমান প্রজন্মের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে চান নব্বইয়ের দশকের এই গুণি শিল্পী।