• অর্থনীতি

    করদাতার ব্যাংক এ্যকাউন্টে অনলাইনে ভ্যাট রিফান্ড চালু করল এনবিআর

      প্রতিনিধি 7 January 2026 , 3:53:54 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    করদাতাদের দীর্ঘদিনের ভোগান্তি ও জটিলতা দূর করতে ভ্যাট রিফান্ড বা অর্থ ফেরত প্রদানের প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন এনেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এখন থেকে অটোমেটেড বা অনলাইন পদ্ধতিতে ভ্যাট রিফান্ডের আবেদন করা যাবে এবং প্রাপ্য অর্থ সরাসরি করদাতার ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে।

    বুধবার (৭ জানুয়ারি) ঢাকার তিনটি ভ্যাট কমিশনারেটের আওতায় তিনজন করদাতাকে সরাসরি ৪৫ লাখ ৩৫ হাজার টাকা ফেরত প্রদানের মাধ্যমে এই অনলাইন রিফান্ড প্রক্রিয়ার আনুষ্ঠানিক উদ্বোধন করেন এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান। নতুন এই ব্যবস্থায় ভ্যাট ব্যবস্থাপনার ‘ই-ভ্যাট’ (e-VAT) সিস্টেমের সাথে অর্থ বিভাগের ‘আইবাস++’ (iBAS++) সিস্টেমের সমন্বয় করা হয়েছে। এর ফলে বাংলাদেশ ব্যাংকের বিইএফটিএন (BEFTN) নেটওয়ার্ক ব্যবহার করে করদাতার নির্ধারিত ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা স্থানান্তর সম্ভব হবে।

    বিজ্ঞাপন

    অনলাইন এই ব্যবস্থার ফলে করদাতারা এখন থেকে মাসিক মূসক (ভ্যাট) রিটার্ন দাখিলের সময়ই সরাসরি অনলাইনে রিফান্ডের জন্য আবেদন করতে পারবেন। আবেদনটি জমা পড়ার পর সংশ্লিষ্ট মূসক কমিশনারেট তা অনলাইনে যাচাই-বাছাই ও প্রক্রিয়াকরণ সম্পন্ন করবে। প্রক্রিয়াটি শেষ হওয়ামাত্রই অনুমোদিত অর্থ স্বয়ংক্রিয়ভাবে করদাতার ব্যাংক হিসাবে জমা হয়ে যাবে।

    এনবিআর জানিয়েছে, অনলাইন রিফান্ড মডিউল চালুর ফলে পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ স্বচ্ছ এবং দ্রুততর হবে। রিফান্ড আবেদন দাখিল কিংবা চেক সংগ্রহের জন্য করদাতাদের এখন আর সশরীরে ভ্যাট কার্যালয়ে দৌড়ঝাঁপ করতে হবে না। এটি করদাতাদের সময় ও খরচ বাঁচানোর পাশাপাশি ভ্যাট প্রশাসনে স্বচ্ছতা নিশ্চিত করবে। তবে রিফান্ড সংক্রান্ত কোনো বিশেষ তথ্য বা কারিগরি সহযোগিতার প্রয়োজন হলে সংশ্লিষ্ট মূসক কমিশনারেটের সাথে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে এনবিআর।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:17 PM ২১ এপ্রিল এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু 6:10 PM বিসিবির অর্থ কমিটি থেকে নাজমুল ইসলামকে অব্যাহতি 5:47 PM গণ-অভ্যুত্থানের দায়মুক্তি অধ্যাদেশের অনুমোদন 4:26 PM জামায়াত জোটের আসন ভাগাভাগি চূড়ান্ত 4:13 PM দাবি মানার আগে মাঠে নামবেন না ক্রিকেটাররা 2:47 PM পাবনা-১ ও ২ আসনে নির্বাচন ১২ ফেব্রুয়ারি করতে ইসিকে নির্দেশ 1:41 PM সায়েন্সল্যাবে ৭ কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ 1:22 PM যথাসময়ে হচ্ছে না বিপিএলে দিনের প্রথম ম্যাচ 1:16 PM বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক তারেক রহমানের 1:05 PM ইরান ইস্যুতে আজ বৈঠকে বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ