
প্রতিনিধি 7 January 2026 , 11:00:50 প্রিন্ট সংস্করণ

বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ কি ঝুঁকির মধ্যে পড়ে গেলো? বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি সাফ জানিয়ে দিয়েছে, বাংলাদেশকে ভারতের মাটিতেই খেলতে হব। ক্রিকেট বিষয়ক নির্ভরযোগ্য ওয়েবসাইট ‘ইএসপিএনক্রিকইনফো’-এর প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে এমন তথ্য।
ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার ভার্চুয়াল কলে আইসিসি জানিয়ে দেয় যে নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে সরিয়ে নেওয়ার অনুরোধ তারা প্রত্যাখ্যান করেছে।
একই সঙ্গে আইসিসি বিসিবিকে জানায়, বাংলাদেশকে অবশ্যই ভারতে এসে খেলতে হবে, নচেৎ পয়েন্ট হারানোর ঝুঁকি থাকবে। তবে বিসিবির দাবি, আইসিসির পক্ষ থেকে তাদের এমন কোনো আলটিমেটাম জানানো হয়নি।

আইসিসির এমন সিদ্ধান্তের পর অনেক ক্রীড়াপ্রেমী সমর্থকই জানতে চাচ্ছেন, আইসিসির সিদ্ধান্তকে উপেক্ষা করে শেষ পর্যন্ত বাংলাদেশ যদি বিশ্বকাপ খেলতে না যায় তাহলে কী প্রভাব পড়তে পারে। টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে বাংলাদেশ যদি ভারতে না যায় তাহলে হারাতে হবে পয়েন্ট। অর্থাৎ, বাংলাদেশের প্রতিপক্ষদের জয়ী হিসেবে ঘোষণা করা হবে। এবং পরবর্তীতে বড় শাস্তির মুখে পড়তেও পারে বাংলাদেশ।
এ বিষয়ে এখনো পর্যন্ত বিসিসিআই কিংবা বিসিবি-কোনো পক্ষই মঙ্গলবারের বৈঠকের ফলাফল নিয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি।
উল্লেখ্য, রোববার বিসিবি আইসিসিকে চিঠি দিয়ে নিরাপত্তা বিবেচনায় বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে আয়োজনের বিষয়টি ‘বিবেচনা’ করার অনুরোধ জানিয়েছিল। সেই চিঠির পরিপ্রেক্ষিতেই আইসিসি এই বৈঠকের আয়োজন করে।
আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত হবে ২০ দলের পুরুষ টি–টোয়েন্টি বিশ্বকাপ। গ্রুপ ‘সি’-তে থাকা বাংলাদেশ তাদের প্রথম তিনটি ম্যাচ খেলবে কলকাতায়-৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, ৯ ফেব্রুয়ারি ইতালির বিপক্ষে এবং ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে। গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচ ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের বিপক্ষে।