
প্রতিনিধি 6 January 2026 , 5:39:51 প্রিন্ট সংস্করণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, আসন্ন সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে লড়বেন। এ উপলক্ষ্যে প্রস্তুতির অংশ হিসেবে তিনি এই আসনের কর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন।

মঙ্গলবার (৬ জানুয়ারি) রোজকার মতোই বিএনপির গুলশান রাজনৈতিক কার্যালয়ে আসেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এরপর তিনি মতবিনিময় সভায় যোগ দেন। সেখানে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তারেক রহমানের সঙ্গে মতবিনিময়ের পর নেতাকর্মীরাও উচ্ছ্বাসিত। তারা বলছেন, ঢাকা ১৭ আসনে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জয় লাভ করবেন।
তবে সংশ্লিষ্টরা বলছেন, ভোটারদের কাছে নেতাকর্মীরা কি ধরনের বার্তা দিবেন, এবং ভোটের মাঠে নিজেদের যোগ্যতা প্রমাণ করার কৌশলই বা কী, তা নিয়েই দুই দিনের এই সেশন।