• খেলা

    ফিফা বিশ্বকাপ ট্রফি এখন রিয়াদে, অপেক্ষায় বাংলাদেশ

      প্রতিনিধি 4 January 2026 , 4:08:15 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে বিশ্বের সবচেয়ে কাঙ্ক্ষিত ট্রফিটি বাংলাদেশে নিয়ে আসছে কোকা-কোলা। মূল ট্রফিটি দেখার জন্য অধীর অপেক্ষায় আছেন বাংলাদেশের ফুটবলভক্তরা। বর্তমানে বিশ্বকাপ ট্রফিটি সৌদি আরবের রিয়াদে রয়েছে। বিশ্ব ভ্রমণের অংশ হিসেবে চতুর্থবারের মতো এটি ঢাকায় পৌঁছাবে আগামী ১৪ জানুয়ারি।

    গতকাল (শনিবার) সৌদি আরবের রাজধানী শহর রিয়াদে পৌঁছায় বিশ্বকাপের ‍মূল ট্রফি। ওই সময় সেখানে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং ফুটবলাররা ট্রফির সঙ্গে ছবি তোলেন। ২০৩৪ সালের ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে সৌদি আরবে। ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশে আসার আগে ফিফা ট্রফি যাবে মিশর, তুরস্ক, অস্ট্রেলিয়া ও ভারতে।

    বিশ্বকাপ ট্রফি ট্যুরে বাংলাদেশের ফুটবলপ্রেমীরা ফুটবল বিশ্বের সবচেয়ে কাঙ্ক্ষিত এই পুরস্কার কাছ থেকে দেখার সুযোগ পাবেন। ২০২২ সালে কাতার বিশ্বকাপের আগেও ট্রফিটি বাংলাদেশ ট্যুরে এসেছিল। তার আগে ২০০২ ও ২০১৩ সালে বিশ্বকাপ ট্রফি বাংলাদেশে এনেছিল কোকা-কোলা।

    বিজ্ঞাপন

    ২০২৬ বিশ্বকাপ হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় আসর। প্রথমবারের মতো এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে তিনটি দেশে- যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। দলের (৪৮) পাশাপাশি বেড়েছে ম্যাচও (১০৪)। এই বৈশ্বিক ট্রফি ট্যুরের অংশ হিসেবে ফিফা বিশ্বকাপ ট্রফি সফর করবে ৩০টি ফিফা সদস্য দেশে। মোট ৭৫টি স্থানে, প্রায় ১৫০ দিনের এই সফরে ফুটবলভক্তরা একবারের জন্য হলেও মূল ট্রফিটি কাছ থেকে দেখার সুযোগ পাবেন।

    ফিফা বিশ্বকাপের মূল ট্রফি খেলাধুলার জগতে সবচেয়ে বড় প্রতীক হিসেবে পরিচিত। অন্যদিকে কোকা-কোলা বিশ্বের অন্যতম পরিচিত ব্র্যান্ড। গত দুই দশক ধরে কোকা-কোলার সঙ্গে ফিফার অংশীদারিত্ব ফুটবলভক্তদের কাছে বিশ্বকাপের আবেগ পৌঁছে দিয়েছে। এবারের ট্রফি ট্যুরটি বিশেষ, কারণ ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুর বাই কোকা-কোলা ২০ বছর পূর্তি উদযাপন করছে। গত ২০ বছরে ট্রফিটি ফিফার মোট ২১১টি সদস্য দেশের ১৮২টিতে ভ্রমণ করেছে।

    ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুর বাই কোকা-কোলা প্রতিটি দেশে পরিবেশবান্ধব উদ্যোগকে গুরুত্ব দিচ্ছে। এই ট্যুরের অংশ হিসেবে প্যাকেজিং সংগ্রহ ও পুনর্ব্যবহার কার্যক্রমসহ বিভিন্ন টেকসই উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। ফিফার দীর্ঘদিনের অংশীদার হিসেবে কোকা-কোলার সঙ্গে সংস্থাটির সম্পর্ক ১৯৭৬ সাল থেকে। ১৯৭৮ সাল থেকে কোকা-কোলা ফিফা বিশ্বকাপের অফিসিয়াল স্পন্সর হিসেবে যুক্ত রয়েছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:21 PM ভারতের কোনো জায়গাতেই খেলার পরিবেশ নেই: ক্রীড়া উপদেষ্টা 4:57 PM স্বতন্ত্র প্রার্থীদের মাঠছাড়া করতে পরিকল্পিত চেষ্টা চলছে 4:55 PM টেকনাফ সীমান্তে মাইন বিস্ফোরণ, বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন 4:52 PM দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন: মির্জা ফখরুল 4:49 PM বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় জুট মিলের ৩ শ্রমিক নিহত 12:15 PM এক দশক পর জাতিসংঘের আদালতে রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু 11:44 AM রিয়ালকে কাঁদিয়ে সুপার কাপ জিতলো বার্সা 11:40 AM সন্ধ্যায় ঢাকায় আসছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত 11:06 AM বনশ্রীতে স্কুলছাত্রী খুনের ঘটনায় রেস্তোরাঁকর্মী মিলন গ্রেপ্তার 11:04 AM বিক্ষোভ-সহিংসতায় জ্বলছে ইরান, বাড়ছে প্রাণহানি