
প্রতিনিধি 3 January 2026 , 1:02:05 প্রিন্ট সংস্করণ

রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে পাঁচ পিস ইয়াবা, পাঁচ পুরিয়া হেরোইন ও এক পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। গতকাল ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-শেখ মনিরুল ইসলাম, আবুল কালাম, রবিউল ইসলাম, জিল্লুর রহমান আহাদ, জাহাঙ্গীর আলম জিদান, আল বাশার ওরফে বাছির, ইবনে সিনা আকাশ, সাইফুর রহমান মিরাজ, মো. মাহাবুব, মো. শাকিল, শরীফুল ইসলাম, মো. রাকিব, মো. মমিন, মো. জুয়েল, মো. সাকিব, মো. হাসিব খান ও জাহিদ হাসান।
