
প্রতিনিধি 25 December 2025 , 6:10:02 প্রিন্ট সংস্করণ

সংবর্ধনা শেষে অসুস্থ মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা ৫টা ৫২ মিনিটের দিকে এভারকেয়ার হাসপাতালে যান তারেক রহমান।

এ সময় তার সঙ্গে ছিলেন দলের শীর্ষ নেতারা। তারেক রহমান হাসপাতালে আসার কিছুক্ষণ আগেই সেখানে পৌঁছেছেন ডা. জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। এ দিন দুপুরে পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় নেতাকর্মীদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন তারেক রহমান।
এভারকেয়ারে মায়ের সঙ্গে সাক্ষাৎ শেষে গুলশানের ১৯৬ নম্বর বাড়িতে যাবেন তারেক রহমান। এর পাশেই ‘ফিরোজা’ নামের বাড়িটি তার মা খালেদা জিয়ার আবাসস্থল।
উল্লেখ্য, গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন তার মা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।