• খেলা

    ‘ওর একজন স্থায়ী বান্ধবী দরকার’- বিশ্বসেরা হতে ইয়ামালকে পরামর্শ

      প্রতিনিধি 22 December 2025 , 5:12:47 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    মাত্র ১৮ বছর বয়সেই বার্সেলোনা এবং স্প্যানিশ ফুটবলের আলোচনায় নাম লিখিয়েছেন লামিন ইয়ামাল। মাঠে অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এই তরুণ উইঙ্গারকে অনেকে ইতিমধ্যেই ‘নতুন রাজপুত্র’ হিসেবে দেখছেন।

    তবে ক্যারিয়ারের শুরুতেই ইয়ামালের জীবন পুরোপুরি মসৃণ নয়। মাঠের সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত জীবনও তাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। সম্প্রতি তিনি স্প্যানিশ ইনফ্লুয়েন্সার অ্যালেক্স প্যাডিলা এবং আর্জেন্টিনার পপ তারকা নিকি নিকোলের সঙ্গে তার সম্পর্ক নিয়ে নানা গুঞ্জনের মুখে পড়েছেন। সর্বশেষ, ইয়ামাল নিজেই নিশ্চিত করেছেন যে নিকি নিকোলের সঙ্গে তার সম্পর্ক শেষ হয়েছে।

    বিজ্ঞাপন

    তাদের সম্পর্কটি শুরু হয়েছিল ইয়ামালের ১৮তম জন্মদিনের সময়। নিকি নিকোল আর্জেন্টিনা থেকে বার্সেলোনায় এসেছিলেন এবং একাধিক ম্যাচে তাকে স্টেডিয়ামে উপস্থিত থাকতে দেখা যায়। চ্যাম্পিয়নস লিগে গোল করার পর গ্যালারির দিকে ইয়ামালের উড়ন্ত চুম্বনের ছবি সমর্থকদের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছিল। সোশ্যাল মিডিয়াতেও তাদের ভ্রমণ, নৈশভোজ ও অবকাশ যাপনের মুহূর্তগুলো নজর কাড়েছিল।

    অক্টোবরের দিকে গুঞ্জন ওঠে, ইয়ামাল মিলানে গিয়ে অন্য কারও সঙ্গে দেখা করেছেন। তবে এই অভিযোগ ইয়ামাল সরাসরি অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, বিচ্ছেদের পেছনে কোনো তৃতীয় ব্যক্তি নেই এবং তিনি একাই মিলানে গিয়েছিলেন।

    এই ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে মন্তব্য করেছেন এসি মিলান ও আতলেতিকো মাদ্রিদের সাবেক পর্তুগিজ তারকা পাউলো ফুত্রে। ফুত্রের মতে, ইয়ামালের মধ্যে ভবিষ্যতের বিশ্বসেরা হওয়ার সব গুণ রয়েছে, তবে তার জন্য ব্যক্তিজীবনে স্থিরতা জরুরি। একজন স্থায়ী সঙ্গী থাকলে খেলোয়াড়দের পেশাদারিত্ব আরও বাড়ে, অভিজ্ঞতা থেকে তিনি এটিই শিখেছেন।

    এখন প্রশ্ন হচ্ছে, ইয়ামাল কি এই পরামর্শ মেনে ব্যক্তিজীবনে স্থিরতা আনবেন, নাকি তরুণ বয়সের স্বাধীনতাকে সঙ্গে নিয়ে এগিয়ে যাবেন তার ফুটবল ক্যারিয়ারে?

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    11:56 PM তারেক রহমানের নিরাপত্তা কর্মকর্তা হিসেবে আরও ৩ জনকে নিয়োগ 11:13 PM সাময়িক সময়ের জন্য জকসুর ভোট গণনা স্থগিত 6:38 PM বাঁধাকপি দিয়ে গরুর মাংস রান্নার রেসিপি 6:37 PM জকসু নির্বাচনে ভোটার উপস্থিতি ৬৫ শতাংশ, গণনা চলছে 6:31 PM বাংলাদেশের নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর পরিকল্পনা নেই: জাতিসংঘ 5:39 PM বাংলাদেশের সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন আফ্রিদি 5:39 PM ঢাকা ১৭ আসনের কর্মীদের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় 5:27 PM জকসুর ভোটগ্রহণ শেষ, শিক্ষার্থীদের ক্যাম্পাস ত্যাগের নির্দেশ 5:24 PM জাতীয় পার্টির পুনর্বাসন চাই না: ইসিকে আসিফ মাহমুদ 5:09 PM ‘ওয়ার্ড কাউন্সিলর বাপ্পীর নির্দেশে ওসমান হাদিকে হত্যা: ১৭ জনের নামে চার্জশিট’