• খেলা

    মেসিকে দেখতে এসে বিশৃঙ্খলা, বোতল নিক্ষেপ, ভাঙচুর!

      প্রতিনিধি 13 December 2025 , 2:11:24 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ফুটবলের জীবন্ত কিংবদন্তি লিওনেল মেসিরর বহু প্রতীক্ষিত কলকাতা সফর রূপ নিল চরম বিশৃঙ্খলায়। শনিবার সল্টলেক স্টেডিয়ামে (যুব ভারতী ক্রীড়াঙ্গন) উপস্থিত হয়ে দর্শকদের উদ্দেশে ‘ল্যাপ অব অনার’ দিতে গিয়েও নিরাপত্তাজনিত কারণে তা অসম্পূর্ণ রেখেই মাঠ ছাড়তে বাধ্য হন মেসি।

    ‘গোট ট্যুর অব ইন্ডিয়া’র অংশ হিসেবে মেসির উপস্থিতিতে স্টেডিয়ামে উপচে পড়া ভিড় হয়েছিল। এক পর্যায়ে অনেক দর্শক প্রিয় তারকাকে কাছ থেকে দেখতে না পারার ক্ষোভে বোতল ছুড়তে শুরু করে। কয়েকটি স্থানে ব্যানার ও আসন ভাঙচুরের ঘটনাও ঘটে। পরিস্থিতি ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে নিরাপত্তার স্বার্থে মেসিকে ২০ মিনেটের মধ্যেই স্টেডিয়াম থেকে বাইরে নিয়ে যাওয়া হয়।

    বিজ্ঞাপন

    এতে ভক্তদের মধ্যে আরও ক্ষোভ ও হতাশা ছড়িয়ে পড়ে। অনেক দর্শক মাঠের ভেতর ঢুকে পড়েন। মেসির সমস্ত পোস্টার ছিঁড়ে মাঠের মধ্যেই ফেলা হয়। ‘গোট ইন্ডিয়া ট্যুর’-এর যত পোস্টার ছিল সব ছিঁড়ে ফেলা হয়। ‘টাইমস অব ইন্ডিয়া’কে এক ভক্ত ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘মেসির চারপাশে শুধু নেতা আর অভিনেতারাই ছিল। তাহলে আমাদের কেন ডাকা হলো? আমরা ১২ হাজার টাকায় টিকিট কেটেছি, কিন্তু তার মুখটাও দেখতে পারিনি।’

    স্থানীয় সময় সকাল ১১.৩০ মিনিটে মেসির গাড়ি স্টেডিয়ামে প্রবেশ করে। তার সঙ্গে ছিলেন লুইস সুয়ারেজ এবং রদ্রিগো ডি পল। ফুটবলপ্রেমীদের উন্মাদনা দেখে উচ্ছ্বসিত ছিলেন মেসি। তবে গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে বেশ কিছু রাজনীতিবিদ ও বিভিন্ন অঙ্গনের তারকারা তাকে ঘিরে ধরেন। ফলে গ্যালারি থেকে সরাসরি মেসিকে দেখাই যায়নি! এক সময় ক্ষুব্ধ ফুটবলপ্রেমীরা ‘উই ওয়ান্ট মেসি’ স্লোগান দিতে শুরু করেন। এরপরই শুরু হয় বিশৃঙ্খলা।

    উল্লেখ্য, ২০১১ সালে ভেনেজুয়েলার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে শেষবার ভারতে গিয়েছিলেন মেসি। ১৪ বছর পর তার প্রত্যাবর্তন কলকাতায় একদিকে যেমন ঐতিহাসিক আবেগের জন্ম দেয়, অন্যদিকে তেমনই বড় ভিড় সামলানোর চ্যালেঞ্জও সামনে এনে দেয়। বিশৃঙ্খলার ঘটনায় প্রশ্ন উঠেছে-এমন উচ্চপর্যায়ের তারকা সফরে নিরাপত্তা ও ব্যবস্থাপনা আরও জোরদার করা প্রয়োজন কি না।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    1:52 PM “এক দিন আগে নয়, পরেও নয় ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন” 1:30 PM ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ দাবিতে সায়েন্সল্যাব অবরোধ 1:21 PM দেশের বাইরে থেকে নির্বাচন বানচালের চেষ্টা হলে ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা 1:09 PM “আমি ভাবছিলাম বিশ্বকাপ খুব ছোট, কিন্তু এখন দেখি অনেক বড়” 12:58 PM বিয়ে করছেন জেফার-রাফসান! 12:48 PM জিয়াউলের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ 12:41 PM রাজধানীর পল্লবী এলাকায় সেনাবাহিনীর যৌথ অভিযানে পিস্তলসহ আটক ১ 12:14 PM থাইল্যান্ডে ট্রেনের উপর ক্রেন ভেঙে নিহত অন্তত ২২ 11:43 AM যে কারণে এনসিপি ছেড়েছেন তাসনিম জারা 11:19 AM আসন সমঝোতা নিয়ে ১১ দলের চূড়ান্ত বৈঠক আজ