• আন্তর্জাতিক

    বিজয় দিবসে কলকাতায় যাচ্ছেন সেনা-মুক্তিযোদ্ধা প্রতিনিধিদল

      প্রতিনিধি 8 December 2025 , 11:32:55 প্রিন্ট সংস্করণ

    ২০২৪ সালে কলকাতায় বিজয় দিবস উদযাপনের আগে ভারতীয় সেনাবাহিনীর মহড়া। ছবি: সংগৃহীত
    ২০২৪ সালে কলকাতায় বিজয় দিবস উদযাপনের আগে ভারতীয় সেনাবাহিনীর মহড়া। ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ভারতের আমন্ত্রণে সাড়া দিয়েছে বাংলাদেশের সেনাবাহিনী। আগামী ১৬ ডিসেম্বর কলকাতায় ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের বিজয় উৎসবে যোগ দেবেন বাংলাদেশের সাবেক সেনা ও মুক্তিযোদ্ধাদের প্রতিনিধি দল। রোববার (৭ ডিসেম্বর) ইস্টার্ন কমান্ডের হেড কোয়ার্টার ফোর্ট উইলিয়ামে (বিজয় দুর্গ) সাংবাদিক সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করেছেন মেজর জেনারেল ভানগুরু রঘু।

    প্রতিবছরই বিজয় দিবস উদযাপনে ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের একটি প্রতিনিধি দল বাংলাদেশে পাড়ি দেন। অন্যদিকে বাংলাদেশ থেকে সেনাদের একটি প্রতিনিধি দল আসে কলকাতার ফোর্ট উইলিয়ামে আয়োজিত অনুষ্ঠানে, যা দু’দেশের মধ্যে সামরিক সম্পর্ক ও ঐতিহাসিক বন্ধনকে আরও দৃঢ় করে।

    কিন্তু সাম্প্রতিক রাজনৈতিক আবহাওয়া সেই পরিবেশ অনেকটাই বদলে দিয়েছে। তবে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে এর তেমন প্রভাব লক্ষ্য করা যায়নি। ২০২৪ সালের ডিসেম্বরেও কলকাতায় বিজয় দিবসের অনুষ্ঠানে বড় প্রতিনিধি দল পাঠায় বাংলাদেশ সেনাবাহিনী।

    বিজ্ঞাপন

    মেজর জেনারেল ভানগুরু রঘু জানান, ভারতীয় সেনার আমন্ত্রণে সাড়া দিয়ে এবছরও বাংলাদেশের সেনাবাহিনী বিজয় দিবসের অনুষ্ঠানে তাদের প্রতিনিধিদলে পাঠানোর সিদ্ধান্ত ফোর্ট উইলিয়ামকে নিশ্চিত করেছে। দু’জন শীর্ষ সেনা কর্মকর্তা, ৮ জন মুক্তিযোদ্ধা ও তাদের পরিবার-সহ মোট ২০ জন সদস্য উপস্থিত থাকবেন ফোর্ট উইলিয়ামের অনুষ্ঠানে। পাশাপাশি, এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসকেও।

    অনুষ্ঠানের সূচি অনুযায়ী, বাংলাদেশের প্রতিনিধিদলটি কলকাতায় আসবে ১৪ ডিসেম্বর। বিমানবন্দরে তাদের আমন্ত্রণ জানাবেন ভারতীয় সেনার ইস্টার্ন কমান্ডের কর্মকর্তারা। এরপর তারা ১৫ ডিসেম্বর ব্যারাকপুরের মঙ্গল পান্ডে মিলিটারি প্রশিক্ষণ কেন্দ্রে সেনাদের ‘মিলিটারি টাট্টু’ অনুষ্ঠানে যোগ দেবেন। ওইদিন রাজভবনে গিয়ে রাজ‌্যপালের সঙ্গে দেখাও করতে পারেন তারা। ১৬ ডিসেম্বর সকাল ও সন্ধ্যায় বিজয় দিবস উপলক্ষে‌ বিজয় স্মারকে শ্রদ্ধাজ্ঞাপনসহ একাধিক অনুষ্ঠানেও উপস্থিত থাকবেন বাংলাদেশের মুক্তিযোদ্ধারা।

    প্রসঙ্গত, ভারতীয় নৌবাহিনীর ইস্টার্ন কমান্ড ‘বিজয় মাস’ উদযাপনের অংশ হিসেবে প্রতিবছর বিজয় র‍্যালি ও বাইক মিছিলের আয়োজন করে, যা গোটা মাস ধরে চলে। সব মিলিয়ে, বিজয় দিবস স্মরণে কলকাতায় ভারতীয় সেনাবাহিনী ও নৌবাহিনীর উদ্যোগে একটি বর্ণাঢ্য সামরিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে, যেখানে বাংলাদেশও সক্রিয়ভাবে অংশ নেয়। এবারেও তার ব্যতিক্রম হচ্ছে না।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    12:28 AM আজ বৃহস্পতিবার থেকে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা 11:56 PM জকসু নির্বাচন: ভিপি, জিএস ও এজিএস পদে ছাত্রশিবির সমর্থিত প্রার্থীর জয় 10:57 PM রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা 8:17 PM জকসু নির্বাচন: গণনায় নাটকীয় মোড়, ভিপি পদে ৮০ ভোটে এগিয়ে ছাত্রশিবির 7:44 PM নিজ দেশের নাগরিকদের হত্যা করে গণকবর-সভ্য রাষ্ট্রে কল্পনাও করা যায় না: প্রধান উপদেষ্টা 7:05 PM উত্তরবঙ্গের ৯ জেলায় সফরে যাচ্ছেন তারেক রহমান 6:52 PM খালেদা জিয়ার মৃত্যুতে জাতিসংঘ মহাসচিবের আনুষ্ঠানিক শোক প্রকাশ 6:30 PM ১১ দিন কারাগারে অমানুষিক নির্যাতনের অভিযোগ-জুলাইযোদ্ধা সুরভীর 6:02 PM ওসমান হাদি হত্যা: প্রধান অভিযুক্ত ফয়সালের ৬৫ লাখ টাকা ফ্রিজ 5:55 PM আসামিদের নামাজ পড়তে হাজতখানায় জায়নামাজ দিলেন ঢাকার সিজিএম