
প্রতিনিধি 5 December 2025 , 6:35:42 প্রিন্ট সংস্করণ

ঢাকার মাঠে লাতিন আমেরিকার ফুটবলের জাদুকরী ছোঁয়া। শুক্রবার (৫ ডিসেম্বর) শুরু হচ্ছে বহুল প্রতীক্ষিত ‘এএফবি লাতিন বাংলা সুপার কাপ’ ফুটবল টুর্নামেন্ট। রাজধানীর জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা ৭টায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা উঠবে এই আসরের। খেলার সূচি ও টিকিট দর্শকরা অনলাইনের পাশাপাশি স্টেডিয়াম গেট থেকেও সংগ্রহ করতে পারবেন।
উদ্বোধনী ম্যাচ ও দল পরিচিতি টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই বড় চ্যালেঞ্জের মুখে স্বাগতিকরা। স্বাগতিক বাংলাদেশের দল ‘রেড গ্রিন ফিউচার স্টার’-এর মুখোমুখি হবে ব্রাজিলের ক্লাব ‘সাও বার্নার্দো ফুটবল ক্লাব’। টুর্নামেন্টের তৃতীয় দলটি হলো আর্জেন্টিনার ‘অ্যাথলেটিকো চার্লন ক্লাব’।
স্বাগতিকদের লক্ষ্য অভিজ্ঞতা অর্জন শুক্রবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে ৩ দলের প্রতিনিধিরা কথা বলেন। স্বাগতিক কোচ ইমরুল কায়েস জানান, তার দল মূলত তারুণ্যনির্ভর। ২৩ সদস্যের স্কোয়াডে ১৯ জনই এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের বাছাইপর্ব খেলা জাতীয় দলের ফুটবলার। সঙ্গে আছেন যুক্তরাষ্ট্র প্রবাসী বিতোশোক চাকমাসহ ৪ জন প্রবাসী খেলোয়াড়।

কোচ বলেন, ‘ব্রাজিল ও আর্জেন্টিনার ক্লাবগুলো সম্পর্কে আমাদের খুব একটা ধারণা নেই। তবে লাতিন ফুটবলের সঙ্গে পরিচিত হওয়ার এবং তাদের কাছ থেকে শেখার এটি আমাদের ছেলেদের জন্য দারুণ সুযোগ। আমরা আমাদের সাধ্যমতো ভালো খেলার চেষ্টা করব।’ যুক্তরাষ্ট্র প্রবাসী ফুটবলার বিতোশোক চাকমা নিজের রোমাঞ্চ প্রকাশ করে বলেন, ‘ব্রাজিল-আর্জেন্টিনার ক্লাবের বিপক্ষে খেলা সহজ হবে না, তবে আমরা আমাদের সেরাটা দিয়ে লড়াই করতে প্রস্তুত।’
এদিকে, শিরোপায় চোখ ব্রাজিল ও আর্জেন্টিনার অন্যদিকে শিরোপা ছাড়া কিছুই ভাবছে না সফরকারী দুই দল। আর্জেন্টিনার অ্যাথলেটিকো চার্লোন ক্লাবের কোচ বলেন, ‘সেরা ফুটবলারদের নিয়েই আমরা এসেছি এবং আর্জেন্টিনার বিখ্যাত স্কিল দেখিয়ে চ্যাম্পিয়ন হতে চাই।’
অপরদিকে, একই সুর ব্রাজিলের কোচ লিওনার্দোর কণ্ঠেও। বাংলাদেশের ফুটবলপ্রেমীদের প্রশংসা করে তিনি বলেন, ‘আমরা এখানে সেরা খেলাটা উপহার দিয়ে ট্রফি জিততেই এসেছি।” ব্রাজিলের গোলরক্ষক ড্যানিয়েল যোগ করেন, “আর্জেন্টিনাও জয়ের জন্য এসেছে, তাই লড়াইটা বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।’
খেলার সূচী- ৫ ডিসেম্বর: ব্রাজিল (সাও বার্নার্দো) বনাম বাংলাদেশ (রেড গ্রিন ফিউচার স্টার), ৮ ডিসেম্বর: আর্জেন্টিনা (অ্যাথলেটিকো চার্লোন) বনাম বাংলাদেশ (রেড গ্রিন ফিউচার স্টার) এবং ১১ ডিসেম্বর: ব্রাজিল (সাও বার্নার্দো) বনাম আর্জেন্টিনা (অ্যাথলেটিকো চার্লোন)।