• লাইফস্টাইল

    শীতে লেপ-কম্বলে মুখ ঢেকে ঘুমানো কি বিপদ?

      প্রতিনিধি 3 December 2025 , 7:49:09 প্রিন্ট সংস্করণ

    আরাম পেতে লেপ মুড়িয়ে ঘুমানো। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    দেশে শীত বইতে শুরু করেছে। অবশ্য গ্রাম এলাকায় আরো আগেই শীত টের পেয়েছে মানুষ। আর রাত বাড়তেই বাতাসের শীতলতা বাড়তে থাকে। শীতের সময় লেপ-কম্বল মুড়ো দিয়ে ঘুমানোর অভ্যাস অনেকেরই। বাড়তি উষ্ণতা আর আরাম পেতে এই যে অভ্যাস, সেটি অনেক সময় স্বাস্থ্যের জন্য ঝুঁকি! বিষয়টি জেনে নেয়া যাক-

    বিজ্ঞাপন

    বিশেষজ্ঞরা এ বিষয়ে সতর্ক করে বলেছেন, ঠান্ডা ও শুষ্ক বাতাসের ফলে শীতকালে শ্বাসযন্ত্রের ওপর বাড়তি চাপ তৈরি হয়। ঘুমের সময় মুখ ঢেকে রাখলে শ্বাস-প্রশ্বাসে বাধা সৃষ্টি হতে পারে, ঘুমের মান নষ্ট হতে পারে এবং শ্বাসযন্ত্রে বাড়তি চাপ পড়তে পারে। বিশেষত যাদের ফুসফুস সংক্রান্ত বা শ্বাসকষ্টের সমস্যা রয়েছে, তাদের এ ব্যাপারে সাবধান থাকা উচিত।

    অপরদিকে, বিষয়টি আরামদায়ক মনে হলেও-শীতকালের এই অভ্যাস মুখের চারপাশে কার্বন ডাই অক্সাইডের মাত্রা বাড়িয়ে দিতে পারে, অক্সিজেন গ্রহণ কমিয়ে দিতে পারে এবং ত্বকের আশেপাশে অতিরিক্ত উষ্ণতা ও আর্দ্রতা আটকে রাখতে পারে। সময়ের সঙ্গে সঙ্গে এতে শ্বাসকষ্ট বাড়তে পারে, ঘুমের মান আরও খারাপ হতে পারে, এমনকি হৃদ্‌রোগের ওপর প্রভাব ফেলতে পারে।

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    8:02 PM বিচারপ্রার্থী-আইনজীবী ও বিচারকদের নিরাপত্তা নিশ্চিতের কথা বললেন প্রধান বিচারপতি 6:50 PM শতাধিক গুম-খুনের অপরাধ মামলা: জিয়াউল আহসানের বিচার শুরুর আবেদন 6:39 PM মনোনয়নপত্র বাছাই শেষ, আপিল দায়েরে ইসির ৭ নির্দেশনা 6:23 PM ৩ মাস বন্ধ থাকবে এনইআইআর পদ্ধতি: মাসুদ আলম 6:16 PM মোবাইল অ্যাপে মেট্রোর কার্ড রিচার্জের পদ্ধতি জানাল কর্তৃপক্ষ 6:07 PM ওসমান হাদি হত্যা: মূল আসামি গ্রেফতার না হওয়া পর্যন্ত চেষ্টা চালাবে র‍্যাব 5:49 PM শরীয়তপুরে খোকন দাস হত্যা: প্রধান ৩ অভিযুক্ত গ্রেপ্তার 5:46 PM সোমবার থেকে যমুনা ও সচিবালয় এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ 5:41 PM হরিণ ধরার ফাঁদে আটকা বাঘ উদ্ধার, নেয়া হচ্ছে খুলনায় 5:40 PM নির্বাচনে প্রার্থীর সর্বোচ্চ ব্যয়সীমা: লঙ্ঘন করলে ৭ বছর জেল