• খেলা

    লাতিন বাংলা সুপার কাপ খেলতে ঢাকায় আর্জেন্টিনা ও ব্রাজিলের ক্লাব

      প্রতিনিধি 3 December 2025 , 4:21:58 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    লাতিন বাংলা সুপার কাপে অংশ নিতে ঢাকায় এসে পৌঁছেছে আর্জেন্টিনার অ্যাথলেটিকো চার্লোন ফুটবল ক্লাব। বুধবার (৩ ডিসেম্বর) সকালে তাদের বহনকারী ফ্লাইট ঢাকায় নামে। এর আগে মঙ্গলবার (২ ডিসেম্বর) পৌঁছেছে ব্রাজিলের সাও বার্নার্দো ফুটবল ক্লাব। আর্জেন্টিনা-ব্রাজিলের অনূর্ধ্ব-২০ দল ও স্বাগতিক ফিউচার স্টার বাংলাদেশ এই তিন দলকে নিয়ে জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে তরুণদের রোমাঞ্চকর ফুটবল প্রতিযোগিতা।

    আয়োজকদের তথ্য অনুযায়ী, ৫ ডিসেম্বর শুরু হয়ে ১১ ডিসেম্বর পর্যন্ত চলবে টুর্নামেন্ট। উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে সাও বার্নার্দো ও ফিউচার স্টার বাংলাদেশ। ৮ ডিসেম্বর বাংলাদেশের তরুণদের মুখোমুখি হবে অ্যাথলেটিকো চার্লোন। আর ১১ ডিসেম্বর শেষ ম্যাচে লড়বে দুই লাতিন ক্লাব ব্রাজিলের সাও বার্নার্দো ও আর্জেন্টিনার অ্যাথলেটিকো চার্লোন।

    বিজ্ঞাপন

    শুধুই ফুটবল নয়, আয়োজনে যুক্ত হয়েছে বড় আকর্ষণ দুই ফুটবল কিংবদন্তির উপস্থিতি। টুর্নামেন্টের শেষ দিনের ম্যাচে থাকবেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী অধিনায়ক কাফু এবং আর্জেন্টিনার সাবেক তারকা ফরোয়ার্ড ক্লদিও ক্যানিজিয়া। প্রতিদিন লটারির মাধ্যমে ১০ জন ভাগ্যবান দর্শক তাদের সঙ্গে দেখা করার সুযোগ পাবেন বলে জানিয়েছেন এএফ বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক এমডি আসাদুজ্জামান।

    ফুটবলের পাশাপাশি থাকছে সাংস্কৃতিক আয়োজনও। উদ্বোধনী দিনের বিকেলে মঞ্চে উঠবেন জনপ্রিয় সংগীতশিল্পী নগর বাউল জেমস, যিনি গান পরিবেশন করে স্টেডিয়ামের পরিবেশকে উৎসবমুখর করে তুলবেন।

    আয়োজকরা মনে করছেন, তিন দেশের তরুণ ফুটবলারদের একসঙ্গে খেলার সুযোগ দর্শকদের জন্য হবে এক অনন্য অভিজ্ঞতা। স্থানীয় খেলোয়াড়দের জন্যও এটি বড় শিক্ষা ও প্রস্তুতির সুযোগ তৈরি করবে। পাশাপাশি টিকিট মূল্য সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখার আহ্বান জানানো হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রতি, যাতে তরুণ সমর্থকেরা মাঠে এসে উৎসব উপভোগ করতে পারেন।

    এমডি আসাদুজ্জামান জানান, দর্শকদের ভিন্নধর্মী অভিজ্ঞতা দিতে থাকছে বিশেষ আয়োজন। তার ভাষায়, বাংলাদেশে আগে এমন কিছু হয়নি আমি নতুন কিছু করার চেষ্টা করছি। আল্লাহ চাইলে দর্শকেরা মাঠে এসে চমৎকার ফুটবল উপভোগ করতে পারবেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    12:28 AM আজ বৃহস্পতিবার থেকে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা 11:56 PM জকসু নির্বাচন: ভিপি, জিএস ও এজিএস পদে ছাত্রশিবির সমর্থিত প্রার্থীর জয় 10:57 PM রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা 8:17 PM জকসু নির্বাচন: গণনায় নাটকীয় মোড়, ভিপি পদে ৮০ ভোটে এগিয়ে ছাত্রশিবির 7:44 PM নিজ দেশের নাগরিকদের হত্যা করে গণকবর-সভ্য রাষ্ট্রে কল্পনাও করা যায় না: প্রধান উপদেষ্টা 7:05 PM উত্তরবঙ্গের ৯ জেলায় সফরে যাচ্ছেন তারেক রহমান 6:52 PM খালেদা জিয়ার মৃত্যুতে জাতিসংঘ মহাসচিবের আনুষ্ঠানিক শোক প্রকাশ 6:30 PM ১১ দিন কারাগারে অমানুষিক নির্যাতনের অভিযোগ-জুলাইযোদ্ধা সুরভীর 6:02 PM ওসমান হাদি হত্যা: প্রধান অভিযুক্ত ফয়সালের ৬৫ লাখ টাকা ফ্রিজ 5:55 PM আসামিদের নামাজ পড়তে হাজতখানায় জায়নামাজ দিলেন ঢাকার সিজিএম