• রাজনীতি

    ‘খালেদা জিয়ার জন্য প্রস্তুত এয়ার অ্যাম্বুলেন্স, প্রয়োজনে বিদেশে স্থানান্তর’

      প্রতিনিধি 29 November 2025 , 5:27:46 প্রিন্ট সংস্করণ

    বসুন্ধরা এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে দলের নেতা-কর্মীদের বাসায় ফিরতে বলেন-বিএনপির মহানগর উত্তরের আহবায়ক আমিনুল হক। (ইনসেটে দলের চেয়ারপার্সন খালেদা জিয়া): ছবি-ক্যাপটেন্স টিভি।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    আবদুর রহমান খান: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসা করানোর সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছেন-দলটির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান। তবে বিদেশে যাওয়ার মতো অবস্থায় এলে তাকে নিয়ে যাওয়া হবে বলেও জানান তিনি। শনিবার (২৯ নভেম্বর) দুপুরে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।

    তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে নিবীড় পর্যবেক্ষণে রয়েছেন। দেশের বাইরের বিভিন্ন হাসপাতালে কথা বলা আছে। এয়ার অ্যাম্বুলেন্সও প্রস্তুত রয়েছে। বিদেশে যাওয়ার মতো অবস্থায় এলে তাকে নিয়ে যাওয়া হবে।’ পরে দলটির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন জানান, বেগম জিয়ার অবস্থা অপরিবর্তিত। বেগম জিয়ার চিকিৎসা ও বিদেশ নেয়ার প্রয়োজন হলে সিদ্ধান্ত নেবে মেডিকেল বোর্ড।

    বিজ্ঞাপন

    অপরদিকে, বিকেল সাড়ে চারটার পর এভারকেয়ারে আসেন বিএনপির মহানগর উত্তরের আহবায়ক আমিনুল হক। এ সময় দলের বিভিন্ন ইউনিটের লোকজন হাসপাতালের সামনে ভীড় করতে চাইলে, তিনি তাদের স্থান ত্যাগ করতে এবং বাসায় গিয়ে নেত্রী খালেদা জিয়ার জন্য দোয়া কামনা করতে বলেন। এ সময় তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কথা উল্লেখ করে বলেন-আমাদের নেতার নির্দেশনা আপনাদের প্রতি অনুরোধ করেছেন এই হাসপাতালে অন্য রোগী ও তাদের স্বজনদের যেন কোন অসুবিধা না হয়। সে বিষয়ে খেয়াল রাখতে হবে। আপনার আমার মায়ের জন্য বাসা ও যার যার অবস্থান থেকে দোয়া করবেন।

    এর আগে সকালে বেগম জিয়াকে দেখতে আসেন ডাকসুর সাবেক এজিএস ও বিএনপি নেতা নাজিমুদ্দিন আলম। হাসপাতাল থেকে বেরিয়ে দলীয় প্রধানের জন্য সবার কাছে দোয়া চান তিনি। এ ছাড়াও দুপুরের পর এনসিপি থেকে ৩ জন নেতা হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে আসেন। এ দিকে শুক্রবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং শনিবার রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয় প্রার্থণা করেন।

    উল্লেখ্য, নানা রোগে আক্রান্ত প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া ২৩ নভেম্বর ফুসফুসে সংক্রমণ এবং হৃদযন্ত্রের সমস্যা নিয়ে আবারও হাসপাতালে ভর্তি হন। বর্তমানে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে সিসিইউতে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের ধারাবাহিক নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে তার।

    তবে এ রিপোর্ট লিখা পর্যন্ত, ৩ বারের সাবেক এই প্রধানমন্ত্রীর স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে আসছেন বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এমন খবরে হাসপাতালের বাইরে ভীড় করছেন দলীয় নেতা কর্মীরা।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    12:38 AM খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল 10:45 PM সশস্ত্র বাহিনীর বঞ্চিত সদস্যদের ন্যায়বিচার নিশ্চিত করবে সরকার: প্রধান উপদেষ্টা 10:43 PM বাড়লো জ্বালানি তেলের দাম 10:41 PM বিপিএল নিলাম: প্রথম পর্ব শেষে কার পকেটে কত টাকা? 10:39 PM বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: কমিশন 10:36 PM ‘বেগম খালেদা জিয়া বলেছিলেন- প্রধানমন্ত্রী হতে চাই না, চাই দেশের গণতন্ত্র ফিরে আসুক’ 6:42 PM অবিক্রিত মুশফিক-মাহমুদউল্লাহ 6:17 PM যে কারণে জাকের-মাহিদুলকে দলে নিতে বাধ্য হলো নোয়াখালী 6:00 PM গণভোটের তারিখ পরিবর্তন করতে হবে: গোলাম পরওয়ার 5:59 PM ৭৫ লাখ টাকায় লিটনকে স্কোয়াডে টানে রংপুর রাইডার্স