• খেলা

    পিছিয়ে গেল বিপিএল, শুরু হবে ২৬ ডিসেম্বর

      প্রতিনিধি 28 November 2025 , 6:30:08 প্রিন্ট সংস্করণ

    বিপিএল এর ট্রফি। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    আগামী ৩০ নভেম্বর বিকেলে অনুষ্ঠিত হবে বিপিএলের ১২তম আসরের নিলাম। এবার ৬ দলের বিপিএল হবে। ষষ্ঠ দল হিসেবে যুক্ত হয়েছে ‘নোয়াখালী এক্সপ্রেস’।

    বিপিএল নিলামে অংশ নিতে ৫০০ এর বেশি-বিদেশি ক্রিকেটার আবেদন করে। এর মধ্যে থেকে ২৫০ জন ক্রিকেটারকে বাছাই করেছে বিসিবি। এর মধ্যে ২৬ নভেম্বর জানা গিয়েছিল, আগামী ১৯ ডিসেম্বর পর্দা উঠছে এবারের বিপিএলের। আর ফাইনাল অনুষ্ঠিত হবে ১৬ জানুয়ারি। তবে বিসিবি আবারো পেছাল শুরুর সময়।

    বিজ্ঞাপন

    বলা হয়েছে, আগামী ২৬ ডিসেম্বর শুরু হবে বিপিএল, যা শেষ হবে ২৩ জানুয়ারি। সিলেট স্টেডিয়ামে শুরু হবে বিপিএলের প্রথম পর্ব, এরপর যাবে চট্টগ্রামে। পরবর্তীতে ঢাকায় হবে সব খেলা। বিপিএলের ম্যাচ মাঠে গড়ানোর আগে ২৪ ডিসেম্বর ঢাকায় বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হবে।

    বিপিএলের এবারের আসরে অংশ নিচ্ছে রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটান্স, চট্টগ্রাম রয়্যালস, রাজশাহী ওয়ারিয়র্স ও নোয়াখালী এক্সপ্রেস।

    এদিকে, বসুন্ধরা গ্রুপের টগি স্পোর্টস মালিকানা পেয়েছে রংপুর রাইডার্সের। চট্টগ্রাম রয়্যালসের মালিকানা দেয়া হয়েছে ট্রায়াঙ্গাল সার্ভিসকে। নাবিল গ্রুপ নিয়েছে রাজশাহী, ক্রিকেট উইথ সামি-সিলেট। চ্যাম্পিয়ন স্পোর্টস (রিমার্ক-হারল্যান) ঢাকা ফ্র্যাঞ্চাইজি। এ ছাড়াও দেশ ট্রাভেলসের মালিকানায় থাকছে নোয়াখালী এক্সপ্রেস।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    12:38 AM খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল 10:45 PM সশস্ত্র বাহিনীর বঞ্চিত সদস্যদের ন্যায়বিচার নিশ্চিত করবে সরকার: প্রধান উপদেষ্টা 10:43 PM বাড়লো জ্বালানি তেলের দাম 10:41 PM বিপিএল নিলাম: প্রথম পর্ব শেষে কার পকেটে কত টাকা? 10:39 PM বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: কমিশন 10:36 PM ‘বেগম খালেদা জিয়া বলেছিলেন- প্রধানমন্ত্রী হতে চাই না, চাই দেশের গণতন্ত্র ফিরে আসুক’ 6:42 PM অবিক্রিত মুশফিক-মাহমুদউল্লাহ 6:17 PM যে কারণে জাকের-মাহিদুলকে দলে নিতে বাধ্য হলো নোয়াখালী 6:00 PM গণভোটের তারিখ পরিবর্তন করতে হবে: গোলাম পরওয়ার 5:59 PM ৭৫ লাখ টাকায় লিটনকে স্কোয়াডে টানে রংপুর রাইডার্স