• খেলা

    ন্যু ক্যাম্পে ফিরেই বার্সেলোনার গোলোৎসব

      প্রতিনিধি 23 November 2025 , 11:04:13 প্রিন্ট সংস্করণ

    ছবি : সংগৃহীত
    ছবি : সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    দীর্ঘ ৯০৯ দিনের অপেক্ষার পর অবশেষে নিজের ঘরে ফিরল বার্সেলোনা। ক্যাম্প ন্যুতে সেই প্রত্যাবর্তনের ম্যাচেই গোল উৎসব করল কাতালানরা। অ্যাথলেটিক বিলবাওকে ৪-০ গোলে হারিয়ে ঘরে ফেরাটা উদ্‌যাপন করল বার্সেলোনা। আর এই জয়ে আপাতত লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে উঠল হ্যান্সি ফ্লিকের দল।

    গেল আসরের লিগ চ্যাম্পিয়ন বার্সার পয়েন্ট ১৩ ম্যাচে ১০ জয়, ১ ড্র ও ২ হারে ৩১। এক ম্যাচ কম খেলে ১০ জয়, ১ ড্র ও ১ হারে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের পয়েন্টও ৩১। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে অবস্থান করছে বার্সেলোনা। রোববার এলচের বিপক্ষে হার এড়ালেই আবারও শীর্ষে উঠে যাবে রিয়াল।

    শনিবার (২২ নভেম্বর) ক্যাম্প ন্যুর স্পোর্টিফাই স্টেডিয়ামে প্রত্যাবর্তনের ম্যাচ শুরুর ২০ সেকেন্ডেই প্রথম আক্রমণ চালায় বার্সেলোনা। এরপর ৪ মিনিটেই বার্সাকে এগিয়ে দেনে রবার্ট লেভানডফস্কি। মিডফিল্ডে গালেরেত্তার ভুলে বল পেয়ে এরিক গার্সিয়ার পাস থেকে নিকট পোস্টে জালে বল জড়ান এই পোলিশ তারকা ।

    বিজ্ঞাপন

    এরপর কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল অ্যাথলেটিক, তখনই লামিন ইয়ামালের লং-বলে একাই গোলমুখে ঢুকে পড়েন ফেরান তোরেস। প্রথমার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে তার শট সিমোনের হাত ও পায়ে লেগে জড়ায় জালে। বিরতির ঠিক আগের এই গোল যেন শেষ আশা-ভরসাটুকুও কেড়ে নেয় বিলবাওয়ের।

    দ্বিতীয়ার্ধেও শুরু হয় বার্সার ধাক্কায়। ৪৮ মিনিটে আবারও গালেরেত্তার ভুলে বল পেয়ে যান ফারমিন লোপেজ। সেই সুযোগ নষ্ট না করে নিখুঁত শটে স্কোরশিট ৩–০ করেন তিনি। ৫৪ মিনিটে মিডফিল্ডার সানচেত ফেরমিনকে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। তাতে আধঘণ্টারও বেশি সময় বিলবাওকে ১০ জন নিয়ে খেলতে হয়।

    দশ জনের বিলবাও যখন প্রায় ভেঙে পড়া অবস্থায়, ঠিক সে সময়ে আরও গোলের সম্ভাবনা থাকলেও বার্সা ব্যবহার করতে পারেনি সব সুযোগ। অবশেষে ইনজুরি টাইমে দলের চতুর্থ ও নিজের দ্বিতীয় গোলটি এনে দিয়ে বড় জয়ের রাত পুরোপুরি নিশ্চিত করেন ফেরান। যাতে প্রত্যাবর্তনের ম্যাচে উৎসবে মাতে বার্সেলোনার সমর্থকের।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    10:06 PM নির্বাচনের পর কী করবেন প্রধান উপদেষ্টা, জানাল প্রেস উইং 9:52 PM বাবার হোটেলের কর্মচারী মিলনের হাতেই খুন হন শিক্ষার্থী নিলি 8:10 PM শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ: ঢাকা বিভাগীয় কমিশনার 7:52 PM মিয়ানমার থেকে আসা গুলিতে আহত শিশু’র অবস্থা আশঙ্কাজনক 7:15 PM ‘ইরানের বিভিন্ন অঞ্চলে নিরাপত্তা বাহিনীর ১০৯ সদস্য নিহত’ 7:00 PM দ্বিতীয় দিনে ৫৭ জনের আপিল মঞ্জুর করেছে ইসি 6:49 PM ‘সব ইইউ পর্যবেক্ষক নিরপেক্ষ মতামতের জন্য দায়বদ্ধ’ 6:29 PM প্রাথমিকের নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে রাজধানীতে বিক্ষোভ 6:22 PM বড় পরিবর্তন আসছে আমদানি নীতি আদেশে, খসড়া প্রস্তুত 6:13 PM মুসাব্বির হত্যার নেপথ্যে ব্যবসায়িক দ্বন্দ্ব: ডিবি