• খেলা

    ৪ বছর পর ৩১ অক্টোবর শুরু হচ্ছে টেবিল টেনিসের ফেডারেশন কাপ

      প্রতিনিধি 9 October 2025 , 11:43:20 প্রিন্ট সংস্করণ

    প্রতিযোগিতায় ৪টি ইভেন্টে খেলা হবে
    প্রতিযোগিতায় ৪টি ইভেন্টে খেলা হবে
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ক্রীড়া প্রতিবেদক

    ২০২১ সালের পর দীর্ঘ ৪ বছর পর টেবিল টেনিসের ফেডারেশন কাপ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন। ফেডারেশন কাপের পুরুষ্কার হিসেবে খেলোয়াড়দের জন্য প্রাইজমানির পাশাপাশি র‌্যাংকিং পয়েন্ট থাকবে। 

    আগামী ৩১ অক্টোবর থেকে ৩ নভেম্বর ২০২৫ পর্যন্ত চারদিন ব্যাপী এই প্রতিযোগিতায় ৪টি ইভেন্টে খেলা হবে। খেলাগুলো হলো: পুরুষ দলগত, মহিলা দলগত, পুরুষ একক এবং মহিলা একক। উল্লেখ্য এই প্রতিযোগিতায় কোন বয়স ভিত্তিক ইভেন্ট নেই।

    বিজ্ঞাপন

    অংশগ্রহণকারী দলগুলোকে দলগত ইভেন্টের জন্য দলপ্রতি ৩,০০০ টাকা এবং একক ইভেন্টের জন্য জনপ্রতি ৫০০ টাকা রেজিস্ট্রেশন ফি ফেডারেশনের মার্চেন্ট বিকাশ নম্বরে ০১৯১৯০১২৮৮৩ সার্ভিস চার্জসহ পেমেন্ট অপশনের মাধ্যমে রেফারেন্সসহ এন্ট্রি নিশ্চিত করতে হবে। রেজিস্ট্রেশন নিশ্চিত করার জন্য বিকাশের পর member.bttf@gmail.com ঠিকানায় ই- মেইলের মাধ্যমে রেজিস্ট্রেশন নিশ্চিত করতে হবে। প্রতিটি দলগত এবং একক ইভেন্টের জন্য আলাদা আলাদা রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের সর্বশেষ তারিখ ২০ অক্টোবর ২০২৫।

    মূলত নভেম্বরের তৃতীয় সপ্তাহে অনুষ্ঠিতব্য ঢাকা মহানগর টেবিল টেনিস লীগের পূর্ব প্রস্তুতি হিসেবেই ফেডারেশন কাপের আয়োজন করা হচ্ছে। বিভিন্ন জেলার ক্লাবগুলো এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। ফেডারেশনের অ্যাডহক কমিটি দায়িত্ব গ্রহণের পর একমি কাপ প্রাইজমানি টুর্ণামেন্ট, প্রেসিডেন্ট কাপ র‌্যাংকিং টুর্ণামেন্ট, লেবেল টু কোচেস ট্রেনিং এবং বেসিক অ্যাম্পায়ার ট্রেনিং এর  এর আয়োজন করেছে।

    ফেডারেশন কাপ টুর্ণামেন্ট সম্পর্কে যেকোন তথ্যের জন্য ফেডারেশনের যুগ্ম-সাধারণ সম্পাদক ও প্রাক্তন ন্যাশনাল চ্যাম্পিয়ান নাসিমুল হাসান কচি (০ ১৭০৫২০৩০৮৫) এর সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    11:40 PM বিএনপি প্রার্থী গুলিবিদ্ধ: হামলাকারীদের বিচারের আওতায় আনার নির্দেশ প্রধান উপদেষ্টার 8:14 PM বিচারপতি খুরশীদ আলমকে অপসারণ: প্রজ্ঞাপন জারি 7:42 PM শিক্ষা-সংস্কৃতি ও খেলাধুলার সমন্বয়ে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: আমিনুল হক 7:25 PM পাঁচ বছরের জন্য ‘ঢাকা ক্যাপিটালস’র মালিক শাকিব খান 6:59 PM চলতি সপ্তাহের ৪ কার্যদিবস শেয়ারবাজারে টানা দরপতন 6:43 PM চট্টগ্রামে বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ 6:41 PM অকার্যকর ঘোষিত ৫ ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ 6:32 PM মাদকাসক্ত হয়ে রিহ্যাবে ভর্তি শন উইলিয়ামস 6:23 PM জেনে নিন পুডিং তৈরির সহজ রেসিপি 6:01 PM ইসলামী ব্যাংক ফাউন্ডেশনে নিয়োগ