প্রতিনিধি 10 September 2025 , 5:17:09 প্রিন্ট সংস্করণ
এবারের এশিয়া কাপের পর্দা উঠেছে গতকাল। নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ হংকং। সংবাদ সম্মেলনে দলটির কোচ কুশল সিলভা বলেন, ‘বাংলাদেশ খুব মানসম্পন্ন দল। তাদের ভালো স্পিনার আছে, তাদের ব্যাটিং লাইনআপ বেশ শক্তিশালী। কিন্তু আবারও, আমরা যা নিয়ন্ত্রণ করতে পারি তার উপর আমাদের কাজ করতে হবে’।
একই দিনে অনুষ্ঠিত হয়েছে ক্যাপ্টেনস ডে। যেখানে অধিনায়কদের সংবাদ সম্মেলনে ক্যাপ্টেন লিটন দাস বলেছেন, প্রস্তুতি ও দলের ফর্ম নিয়ে তিনি সন্তুষ্ট।
কোচ সিলভা আরও বলেন, ‘আমি মনে করি আমাদের জন্য অবশ্যই একটি জয় দুর্দান্ত হবে। কিন্তু আবারও, আমাদের জন্য, যতটা সম্ভব এই অভিজ্ঞতা অর্জন করা, প্রতিযোগিতামূলক পর্যায়ে খেলা এবং এই টেস্ট খেলুড়ে দেশগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা নিশ্চিত করাটা জরুরি।
বাংলাদেশের বিপক্ষে জিততে হলে ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং-এই তিন বিভাগেই ভালো করতে হবে, ‘বাংলাদেশের মতো টেস্ট খেলুড়ে দলগুলো খুব প্রতিযোগিতামূলক, তারা সেই সমস্ত বিষয়গুলো দেখছে। কিন্তু আমরা যা নিয়ন্ত্রণ করতে পারি তা হলো আমাদের খেলার উপর মনোযোগ দেয়া এবং পরের খেলা থেকে সেরাটা বের করে আনার চেষ্টা করা।’
‘আমরা খুব বেশি দূরের কথা ভাবছি না। অবশ্যই, বাংলাদেশ একটি খুব মানসম্পন্ন দল। তাই আমাদের নিশ্চিত করতে হবে যে আমরা মানসম্পন্ন ক্রিকেট খেলি এবং তিনটি বিভাগেই ভালো করি এবং দেখি আমরা কোথায় শেষ করি।’