• সর্বশেষ সংবাদ স্ক্রল

    ‘নির্বাচনের শঙ্কা দূর করতে সরকার ও কমিশনকেই দায়িত্ব নিতে হবে’

      প্রতিনিধি 19 November 2025 , 4:58:55 প্রিন্ট সংস্করণ

    সিপিডি ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    সিপিডি ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, ‘বর্তমানে দেশ একটি ক্রান্তীকালের মধ্য দিয়ে যাচ্ছে। চলমান সময়ে দেশবাসী সুষ্ঠু, অংশগ্রহণমূলক এবং মর্যাদাপূণ নির্বাচন চায়। নির্বাচন নিয়ে জনগণের মাঝে শঙ্কা আছে। সেই শঙ্কা দূর করতে সরকার ও নির্বাচন কমিশনকেই দায়িত্ব নিতে হবে’।

    বুধবার (১৯ নভেম্বর) দুপুরে নাগরিক প্লাটফর্মের উদ্যোগে বরিশালের একটি মিলনায়তনে এসব কথা বলেন তিনি। এ ছাড়াও ইদানিং একাত্তর ও চব্বিশের আন্দোলনকে মুখোমুখি দাঁড় করানোর প্রচেষ্টা দেখা যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘যারা এই চেষ্টা করছেন তাদের সঙ্গে আমরা নেই। বরং একাত্তরের মহান মুক্তিযুদ্ধ ও চব্বিশের গণঅভ্যুত্থান পরস্পরের পরিপূরক’।

    বিজ্ঞাপন

    ড. দেবপ্রিয় বলেন, ‘সংস্কার কার্যক্রমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা উৎসাহী ছিলেন। কিন্তু তার উপদেষ্টামন্ডলী ও আমলাদের মধ্যে নিরুৎসাহ দেখা গেছে। বাকি সংস্কার সম্পন্ন করতে হলে নাগরিক সমাজকেই চাপ প্রয়োগ করে নির্বাচনের ইশতেহারে অন্তর্ভুক্ত করতে হবে’।

    প্রাক নির্বাচনী আঞ্চলিক পরামর্শ সভায়-বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতারাসহ নানা শ্রেণি-পেশার বিশিষ্টজনরা আলোচনায় অংশ নেন। দেশব্যাপী একটি অবাধ নিরপেক্ষ সুষ্ঠু ভোট দেখতে চায় বলেও জানায় সিপিডি। দেশের ৭টি বিভাগীয় শহরসহ গুরুত্বপূর্ণ জেলা সদরেও এই নাগরিক প্লাটফর্মের পরামর্শ সভা করছে প্রতিষ্ঠানটি।

    এ সময় অনলাইন ভোটিংয়ে লিখিতসহ, তাদের বক্তব্যে নানা অভিযোগ তুলে ধরেন বক্তারা। নাগরিক সমাজের বক্তব্যে উঠে আসে, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে নিরাপত্তাহীনতায় ভোগা, মৌলিক সংস্কার, সর্বপরি সুশাসন নিশ্চিতে সরকারকে কাজ করার তাগিদ দেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    12:38 AM খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল 10:45 PM সশস্ত্র বাহিনীর বঞ্চিত সদস্যদের ন্যায়বিচার নিশ্চিত করবে সরকার: প্রধান উপদেষ্টা 10:43 PM বাড়লো জ্বালানি তেলের দাম 10:41 PM বিপিএল নিলাম: প্রথম পর্ব শেষে কার পকেটে কত টাকা? 10:39 PM বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: কমিশন 10:36 PM ‘বেগম খালেদা জিয়া বলেছিলেন- প্রধানমন্ত্রী হতে চাই না, চাই দেশের গণতন্ত্র ফিরে আসুক’ 6:42 PM অবিক্রিত মুশফিক-মাহমুদউল্লাহ 6:17 PM যে কারণে জাকের-মাহিদুলকে দলে নিতে বাধ্য হলো নোয়াখালী 6:00 PM গণভোটের তারিখ পরিবর্তন করতে হবে: গোলাম পরওয়ার 5:59 PM ৭৫ লাখ টাকায় লিটনকে স্কোয়াডে টানে রংপুর রাইডার্স