• খেলা

    ভারতের বিরুদ্ধে বিজয়ের জন্য এর চেয়ে ভালো সময় আর কী হতে পারে : আইন উপদেষ্টা

      প্রতিনিধি 18 November 2025 , 11:07:48 প্রিন্ট সংস্করণ

    আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাজ পরিদর্শন শেষে কথা বলছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    এশিয়া কাপ বাছাইয়ে ভারতকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। এ জয়ে বাংলাদেশ ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

    তিনি ফেসবুক পোস্টে লিখেছেন, ভারতের বিরুদ্ধে বিজয়ের জন্য এর চেয়ে ভালো সময় আর কী হতে পারে! অভিনন্দন বাংলাদেশ ফুটবল দল।

    জাতীয় স্টেডিয়ামে আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ফিরতি লেগে সফরকারী ভারতকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। ম্যাচের শুরুতেই রাকিব ও মোরছালিনের চমৎকার সমন্বয় থেকে পাওয়া গোল আগলে রেখেই ২২ বছর পর ফুটবলে ভারতের বিরুদ্ধে জয় পেল লাল-সবুজের দল।

    ২০০৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালের পর এই প্রথম ভারতের বিপক্ষে জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশ।

    এ জয় বাংলাদেশের এবারের আসরে প্রথম। ৫ ম্যাচে এক জয় ও দুই ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে চার দলের মধ্যে তিনে অবস্থান করছে বাংলাদেশ। ১১ পয়েন্ট নিয়ে শীর্ষে সিঙ্গাপুর, ৮ পয়েন্ট নিয়ে দুইয়ে হংকং এবং ২ পয়েন্ট নিয়ে তলানিতে ভারত।

    বিজ্ঞাপন

    এই ম্যাচে বাংলাদেশের একাদশে ফিরেছেন শমিত সোম ও মোরছালিন। গত ১৩ নভেম্বর নেপালের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচে বদলি হিসেবে মাঠে নামা শমিতের পাশাপাশি চোটের কারণে দলে না থাকা মোরছালিনও ফিরেছেন। তাঁদের জায়গা করে দিতে একাদশ থেকে বাদ পড়েন অধিনায়ক জামাল ভূঁইয়া ও সোহেল রানা জুনিয়র।

    ম্যাচের প্রথম দশ মিনিট বাংলাদেশ রক্ষণে ব্যস্ত থাকলেও ভারত তেমন হুমকি তৈরি করতে পারেনি। তবে একাদশ মিনিটেই আসে ম্যাচের একমাত্র গোলটি। বাঁ দিক থেকে রাকিবের বাড়ানো পাস ভারতের গোলরক্ষকের দুই পায়ের ফাঁক দিয়ে জালে জড়ান মোরছালিন। জাতীয় দলের জার্সিতে এটি তাঁর সপ্তম গোল।

    ২৭তম মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন তারিক কাজী। তাঁর বদলে মাঠে নামেন শাকিল আহাদ তপু। খানিক পরই গোলরক্ষকের ভুলে বিপদে পড়লেও হামজা চৌধুরীর হেডে ক্লিয়ারেন্সে রক্ষা পায় বাংলাদেশ।

    ৩৪তম মিনিটে তপু বর্মণ ও ভারতের বিক্রমের সংঘর্ষ হাতাহাতিতে রূপ নিলে উভয়কে হলুদ কার্ড দেখান রেফারি। বিরতির আগে দূরপাল্লার শটে গোলের চেষ্টা করেন হামজা, তবে তা অল্পের জন্য পোস্টের বাইরে চলে যায়। বাংলাদেশ ১-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায়।

    দ্বিতীয়ার্ধে আক্রমণে গতি বাড়ায় ভারত। কয়েকটি সুযোগ তৈরি করলেও গোল পায়নি। ৭৮তম মিনিটে বক্সের বাইরে থেকে তপুর নেওয়া দুর্বল শট ফিরিয়ে দেন ভারতের গোলরক্ষক। কিছুক্ষণ পর বাংলাদেশের পেনাল্টির দাবি রেফারি বাতিল করেন, যদিও ভারতের এক ডিফেন্ডারের হাতের পেছনে বল লাগে বলে সন্দেহ হয়।

    শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধানের এই জয়ে উল্লাসে মেতে ওঠে বাংলাদেশ সমর্থকরা।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    4:19 PM ভারতে বিশ্বকাপ খেলতে ফের আইসিসির আহবান, প্রত্যাখ্যান বিসিবির 4:00 PM সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোক 3:51 PM বিএনপি নেতার মৃত্যু: অভিযানে থাকা সব সেনা সদস্যকে প্রত্যাহার 3:20 PM আটকের পর ডাবলুর মৃত্যু, সেনাপ্রধানের হস্তক্ষেপ চান বিএনপি মহাসচিব 3:16 PM ঢাকায় ফিরল বিপিএল, দেখে নিন- একনজরে সূচি 3:03 PM মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব; গুলিতে শিশু আহত হওয়ার প্রতিবাদ 2:56 PM ঢাকায় আনা হচ্ছে আরাকান আর্মির গুলিতে আহত হুজাইফাকে 2:45 PM “নির্বাচনের আগে পে-স্কেল দেওয়া বা না দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি ” 2:34 PM এক লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র 1:35 PM মোবাইল ফোন আমদানিতে শুল্ক কমেছে, কমতে পারে ফোনের দাম