
প্রতিনিধি 18 November 2025 , 12:46:48 প্রিন্ট সংস্করণ

গাজীপুর সদরের হারিনাল বাজারে গতকাল (১৭ নভেম্বর) সোমবার বিকেল পৌনে পাঁচটায় এক পথচারীর ফোনকলের মাধ্যমে ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ডাকাতির তথ্য পাওয়া যায়। কলার জানায়, মহিষভর্তি দুইটি ট্রাক থেকে ড্রাইভারদের মারধর করে নামিয়ে দিয়ে ডাকাতরা ট্রাক দুটি নিয়ে পালিয়ে গেছে।
৯৯৯ কলটেকার কনস্টেবল মোঃ আকবর হোসেন দ্রুত গাজীপুর সদর থানায় বিষয়টি জানিয়ে উদ্ধার কাজ শুরু করার উদ্যোগ গ্রহণ করেন। বিষয়টি তদারকির দায়িত্বে ছিলেন ৯৯৯ ডিসপাচার এসআই মোঃ আব্দুল বারী।

পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে গিয়ে প্রায় এক কিমি. ধাওয়ার পর গাজীপুর সদরের মানবকল্যাণ যুবসংঘের সামনে থেকে ডাকাতি হওয়া ট্রাক দুটি আটক করতে সক্ষম হয়। এসময় একজন ডাকাতকে গ্রেফতার করা হয়, কিন্তু অপর ডাকাতরা পালিয়ে যেতে সক্ষম হয়। গ্রেফতারকৃত ডাকাতের নাম শামীম আহমেদ (৩২), যিনি স্থানীয়ভাবে মুরগী শামীম ও গোল্ডেন শামীম নামে পরিচিত।
প্রাথমিক তদন্তে জানা গেছে, মহিষবোঝাই ট্রাক দুটি সিলেট থেকে রাজশাহী যাচ্ছিল, পথে গাজীপুরে ডাকাতির শিকার হয়। ডাকাতির এ ঘটনায় ট্রাকের ড্রাইভার লোকমান হোসেন বাদী হয়ে গাজীপুর সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। বাকী ডাকাতদের গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ৯৯৯ এর জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার।