• অপরাধ

    ৯৯৯ এ কল দিয়ে উদ্ধার হলো ডাকাতির কবলে পড়া ৪৬টি মহিষসহ দুইটি ট্রাক

      প্রতিনিধি 18 November 2025 , 12:46:48 প্রিন্ট সংস্করণ

    উদ্ধার হলো ডাকাতির কবলে পড়া ৪৬টি মহিষসহ দুইটি ট্রাক
    উদ্ধার হলো ডাকাতির কবলে পড়া ৪৬টি মহিষসহ দুইটি ট্রাক
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    গাজীপুর সদরের হারিনাল বাজারে গতকাল (১৭ নভেম্বর) সোমবার বিকেল পৌনে পাঁচটায় এক পথচারীর ফোনকলের মাধ্যমে ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ডাকাতির তথ্য পাওয়া যায়। কলার জানায়, মহিষভর্তি দুইটি ট্রাক থেকে ড্রাইভারদের মারধর করে নামিয়ে দিয়ে ডাকাতরা ট্রাক দুটি নিয়ে পালিয়ে গেছে।

    ৯৯৯ কলটেকার কনস্টেবল মোঃ আকবর হোসেন দ্রুত গাজীপুর সদর থানায় বিষয়টি জানিয়ে উদ্ধার কাজ শুরু করার উদ্যোগ গ্রহণ করেন। বিষয়টি তদারকির দায়িত্বে ছিলেন ৯৯৯ ডিসপাচার এসআই মোঃ আব্দুল বারী।

    বিজ্ঞাপন

    পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে গিয়ে প্রায় এক কিমি. ধাওয়ার পর গাজীপুর সদরের মানবকল্যাণ যুবসংঘের সামনে থেকে ডাকাতি হওয়া ট্রাক দুটি আটক করতে সক্ষম হয়। এসময় একজন ডাকাতকে গ্রেফতার করা হয়, কিন্তু অপর ডাকাতরা পালিয়ে যেতে সক্ষম হয়। গ্রেফতারকৃত ডাকাতের নাম শামীম আহমেদ (৩২), যিনি স্থানীয়ভাবে মুরগী শামীম ও গোল্ডেন শামীম নামে পরিচিত।

    প্রাথমিক তদন্তে জানা গেছে, মহিষবোঝাই ট্রাক দুটি সিলেট থেকে রাজশাহী যাচ্ছিল, পথে গাজীপুরে ডাকাতির শিকার হয়। ডাকাতির এ ঘটনায় ট্রাকের ড্রাইভার লোকমান হোসেন বাদী হয়ে গাজীপুর সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। বাকী ডাকাতদের গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

    বিষয়টি নিশ্চিত করেছেন ৯৯৯ এর জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    12:38 AM খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল 10:45 PM সশস্ত্র বাহিনীর বঞ্চিত সদস্যদের ন্যায়বিচার নিশ্চিত করবে সরকার: প্রধান উপদেষ্টা 10:43 PM বাড়লো জ্বালানি তেলের দাম 10:41 PM বিপিএল নিলাম: প্রথম পর্ব শেষে কার পকেটে কত টাকা? 10:39 PM বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: কমিশন 10:36 PM ‘বেগম খালেদা জিয়া বলেছিলেন- প্রধানমন্ত্রী হতে চাই না, চাই দেশের গণতন্ত্র ফিরে আসুক’ 6:42 PM অবিক্রিত মুশফিক-মাহমুদউল্লাহ 6:17 PM যে কারণে জাকের-মাহিদুলকে দলে নিতে বাধ্য হলো নোয়াখালী 6:00 PM গণভোটের তারিখ পরিবর্তন করতে হবে: গোলাম পরওয়ার 5:59 PM ৭৫ লাখ টাকায় লিটনকে স্কোয়াডে টানে রংপুর রাইডার্স