• অপরাধ

    কিশোরগঞ্জে গ্রামীণ ব্যাংকে আগুন

      প্রতিনিধি 17 November 2025 , 11:55:16 প্রিন্ট সংস্করণ

    ছবি : সংগৃহীত
    ছবি : সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    গাজীপুর ও বগুড়ার পর এবার কিশোরগঞ্জে গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ছাড়াও এ জেলায় সড়কে গাছ কেটে অবরোধ ও আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে অ্যাম্বুলেন্স।

    রোববার (১৬ নভেম্বর) রাতে কিশোরগঞ্জ শহরের স্টেশন রোড এলাকায় গ্রামীণ ব্যাংকের যশোদল শাখায় দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে।

    মোবাইলে ধারণ করা ফুটেজে দেখা যায়, মুখে মাস্ক পরা এক ব্যক্তি ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ব্যাংকের নিচতলায় আগুন লাগিয়ে দেয়। তবে আশপাশের লোকজন তাৎক্ষণিকভাবে আগুন নেভাতে সক্ষম হন। ফলে বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

    এদিকে জেলার পাকুন্দিয়া উপজেলার শ্রীরামদী এলাকায় সড়কে বড় একটি লিচুগাছ কেটে ফেলে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীদের বিরুদ্ধে। এতে কিশোরগঞ্জ-পাকুন্দিয়া সড়কে যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

    স্থানীয়রা জানান, মোটরসাইকেলে করে কয়েকজন যুবক ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে এলাকায় এসে সড়কের পাশে থাকা লিচুগাছটি কেটে রাস্তায় ফেলে দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাছ অপসারণে কাজ শুরু করে, পরে সড়ক চলাচলের জন্য স্বাভাবিক হয়।

    বিজ্ঞাপন

    অন্যদিকে সোমবার ভোরে কিশোরগঞ্জ সিভিল সার্জন অফিসের সামনে দাঁড়িয়ে থাকা একটি পরিত্যক্ত অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় ‘জয় বাংলা’ স্লোগান দিতে শোনা যায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

    কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল্লাহ খালিদ কালবেলাকে বলেন, আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি। তবে পৌঁছানোর আগেই অ্যাম্বুলেন্সের বড় অংশ পুড়ে যায়।

    গ্রামীণ ব্যাংক শাখায় অগ্নি সংযোগ ও দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সে আগুন দেওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন।

    এর আগে গত শনিবার (১৫ নভেম্বর) রাত সোয়া ২টার দিকে গাজীপুরের বারতোপা বাজারের গ্রামীণ ব্যাংকের মাওনা-শ্রীপুর শাখায় পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে প্রতিষ্ঠানের সাইনবোর্ড ও রুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে।

    পরে রোববার (১৬ নভেম্বর) ভোরে ‎বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ এলাকার গ্রামীণ ব্যাংকের শাখা অফিসের নামফলকে আগুল লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটে । তবে এতে কোনো বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    8:37 PM চলতি অর্থবছরে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৪.৬ শতাংশে উন্নীত হবে: বিশ্বব্যাংক 8:29 PM তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় জোট নেতাদের বৈঠক 8:15 PM মাসুম হত্যা মামলা: শেখ হাসিনাসহ ১৭০ জনের বিরুদ্ধে পরোয়ানা 8:01 PM ৪৪০ বাংলাদেশি বন্দিকে রাজকীয় ক্ষমা, আরব আমিরাতের 6:22 PM ইরানে হামলা হলে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে পাল্টা হামলা হবে 6:15 PM মিয়ানমার সীমান্তে গুলিবিদ্ধ শিশু হুজাইফা: কৃত্রিমভাবে চলছে শ্বাস-প্রশ্বাস 6:14 PM আবারও গুরুত্বপূর্ণ ৩ সড়ক অবরোধের ঘোষণা শিক্ষার্থীদের 5:38 PM বিএনপি জুলাই সনদের প্রতিটি প্রস্তাব বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ: সালাহউদ্দিন আহমেদ 5:35 PM কাতারের বিমানঘাঁটি থেকে কর্মীদের সরে যাওয়ার পরামর্শ 4:53 PM লুণ্ঠিত অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট