
প্রতিনিধি 13 November 2025 , 2:00:04 প্রিন্ট সংস্করণ

রাজধানীর শহীদ আবরার ফাহাদ অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় অফিসের পরিত্যক্ত ভবনের ব্যালকনিতে আগুন লাগিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছেন বিক্ষুব্ধরা।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা এ আগুন ধরান। এ সময় পরিত্যক্ত ভবনের দেওয়ালে ভাস্কর্যেও ভাঙচুর চালান বিক্ষুব্ধরা।

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা মামলার রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লীগ ‘লকডাউন’ কর্মসূচি দেয়।
আগামী সোমবার (১৭ নভেম্বর) সেই মামলার রায় ঘোষণার দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ দিন ধার্য করেন।